জয়পুরহাট থানার লুট হওয়া অস্ত্র-গুলি ঝোপঝাড় থেকে উদ্ধার

জেলা শহরের পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় জয়পুরহাট থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তল , একটি ম্যাগাজিন, গুলি ৮ রাউন্ড, ৭ দশমিক ৬২ এমএম চায়না পিস্তলের ৫৪ রাউন্ড গুলি এবং ৯ এমএম পিস্তলের ২৯ রাউন্ড গুলি। এ ছাড়াও ১টি অস্ত্রের কভার উদ্ধার করা হয়৷

পুলিশ সুপার আরও জানান, গত ৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় দুস্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং থানায় রক্ষিত অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে পুলিশ । লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশও করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

এ অবস্থায় মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইও-১ কাওসার আলী, ডিএসবি শাখার এসআই মাহবুবুর রহমান। উদ্ধারকৃত অস্ত্র-গুলি জব্দ তালিকা মূলে জয়পুরহাট সদর থানায় জমা করা হয়েছে বলে জানান, ওসি হুমায়ন কবির ।

 



শাকিল/সাএ