সরকারকে মোক্ষম চাল দিলেন কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, ইমেল করে জানালেন…

কলকাতার পুলিশ কমিশনারের অপসারণের পর হাসপাতালে নিরাপত্তার দাবিতে উদ্বিগ্ন জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের কাছে আরও বেশ কয়েক দফা দাবি পেশ করলেন। বুধবার ইমেইল করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণসহ বেশ কয়েকটি দাবি পেশ করেছেন তাঁরা। তার মধ্যে রয়েছে দ্রুত অবাধ ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিও।

আরও পড়ুন – ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’

পড়তে থাকুন – মনোজ ভার্মাকে ‘সিপিএমের দালাল’ বলেছিলেন মমতা, বিনীত সরতেই তিনিই হলেন নতুন সিপি

 

মঙ্গলবার বিকেলে কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলের অপসারণের পর জেনারেল বডি বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সেই বৈঠকে রাজ্য সরকারের সামনে আরও কয়েক দফা দাবি পেশের সিদ্ধান্ত হয়। এর পর বুধবার সকালে ইমেল করে মুখ্যসচিব মনোজ পন্থকে নতুন দাবিসনদ পাঠানো হয়।

জুনিয়র ডাক্তারদের তরফে সরকারকে জানানো হয়েছে, স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় রয়েছে তারা। রাজ্যের কোনও মেডিক্যাল কলেজে নির্বাচিত ছাত্র সংসদ নেই। সব জায়গায় শাসকদলের ইউনিট দাদাগিরি চালাচ্ছে। তাই অবিলম্বে অবাধ ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। হাসপাতালে নিরাপত্তায় এখনও গলদ রয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে হবে। আরজি কর হাসপাতলে মৃত চিকিৎসকের সুবিচার চাই। একথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন – চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িকে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দিতে রাজি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এদের প্রত্যেককে মঙ্গলবার বিকেলে পদ থেকে অপসারণ করে সরকার। তবে তাদের বদলি করে আরও গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।