ind vs ban virat kohli eyes rahul dravid elusive record full story

কলকাতা: দীর্ঘদিন পরে টেস্টের আঙিনায় ফিরতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। চেন্নাইয়ের চিপকে বাংলাদেশে (IND vs BAN) বিরুদ্ধে আগামীকাল প্রথম টেস্টে খেলতে নামবেন কিং কোহলি। রোহিত, বুমরার মত তাঁর দিকেও নজর থাকবে আগামীকাল থেকে শুরু হতে চলা টেস্টে। এমনকী এই সিরিজেই রেকর্ডও গড়তে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্য়াচ খেলেছিলেন বিরাট। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামেননি কোহলি। 

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুল দ্রাবিড়কে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে বিরাটের সামনে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও কোচ দ্রাবিড় নিজের ১৬৪টি টেস্ট ম্য়াচের কেরিয়ারে মোট ১১ বার ম্যাচের সেরা হয়েছেন। কোহলি এখনও পর্যন্ত মোট ১০৮ টেস্ট ম্য়াচ খেলেছেন। কিন্তু এরমধ্যেই ১০ বার ম্য়াচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন। নিশ্চিতভাবেই বিরাটের সামনে সুযোগ থাকছে দ্রাবিড়কে টেক্কা দেওয়া আসন্ন সিরিজেই। 

রান করার নিরিখেও নজির গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৯১ ইনিংস খেলে বিরাট ২৬,৯৪২ রান করছেন। আর যদি ৫৮ রান করতে পারেন তিনি আসন্ন ২ ম্য়াচে। তবে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৬০০ ইনিংসের থেকে কম ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূরণ করার মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। 

ব্র্যাডম্যানকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে কোহলির। বিরাট কোহলির দখলে বর্তমানে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি শতরান করার কৃতিত্ব রয়েছে। তিনি এই সিরিজ়ে আর একটি সেঞ্চুরি হাঁকালেই ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির রেকর্ড পিছনে ফেলে দেবেন। বিরাট কোহলি নয় হাজার টেস্ট রানের গণ্ডি পার করার থেকে আর মাত্র ১৫২ রান দূরে। তিনি দুই টেস্টের সিরিজ়়ে ১৫২ রান করে ফেলবেন, এই প্রত্যাশা রয়েছে তাঁর থেকে। তবে তিনি ৩২ রান করলেই কিন্তু চেতেশ্বর পূজারাকে পিছনে ফেলে দেবেন। পূজারা বাংলাদেশের বিরুদ্ধে মোট ৪৬৮ রান করেছেন। কোহলির সামনে তাঁকে পিছনে ফেলার হাতছানি রয়েছে। তবে অবিশ্বাস্য মনে হলেও ৩০টি হাফসেঞ্চুরি করা কোহলি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনও টেস্ট হাফসেঞ্চুরি করেননি। তিনি টেস্টে টাইগারদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান করার লক্ষ্যে থাকবেন।

আরও পড়ুন: টেস্টের টানা সূচি, বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ইস্য়ুতে কী বলছেন রোহিত?

আরও দেখুন