জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না।

তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার করছে যে জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। কিন্তু আপনারা শতভাগ নিশ্চিত থাকেন জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরও বৃদ্ধি পাবে।এদেশে নারীরা ব্যবসা বাণিজ্য করে দেশের উন্নয়নে তারাও অংশীদার হবেন। 

এসময় তিনি আরও বলেন, রাসূলের (সা:) জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবনাদর্শ। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসূল (সাঃ)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তিনি সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নেতা মেনে, তার আদর্শকে জীবনের আর্দশ হিসেবে মেনে নেওয়ার আহবান জানান। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ চৌমুহনীতে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে তিনি এসব কথা বলেন।

পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও নায়বে আমীর রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা আব্দুর হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ওয়ারিছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম,গোলাপগঞ্জ উপজেলা জামাতের আমীর মাওলানা জমির উদ্দিন, নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাবেক আমীর সৈয়দ নাসির উদ্দিন,পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদ আহমদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাবিবউল্লাহ দস্তগীর, এহতেশামুল আলম জাকারিয়া, জামায়াত নেতা ইসমাইল হোসেন, নুরুল হক, রাসেল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান পাপ্পু প্রমুখ। 



সালাউদ্দিন/সাএ