সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা

জামিনে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেলেন DYFI নেতা কলতান দাশগুপ্ত। শুক্রবার বিধাননগর আদালতের সামনে ফুল – মালা – লাল আবিরে বরণ করে নেন বাম নেতারা। মুক্তি পেয়ে কলতান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

আরও পড়ুন – কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ

পড়তে থাকুন – ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর

 

বিধাননগরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলা চালানোর চক্রান্তে যুক্ত বলে দাবি করে কলতানের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেছিলেন এক তৃণমূল নেতা। সেই অডিয়ো ক্লিপের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলতান। বৃহস্পতিবার সেই মামলায় কলতানকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ফের একবার আদালতে মুখ পোড়ে রাজ্য পুলিশের। আদালত প্রশ্ন তোলে, যে প্রমাণের উৎসই জানা নেই তার ভিত্তিতে কী করে একজনকে গ্রেফতার করা হতে পারে? যেভাবে অজানা সূত্রের কথা বলে মানুষের কল রেকর্ড করা হচ্ছে তা ভয়াবহ।

হাইকোর্টের নির্দেশনামা বিধাননগর আদালতে এসে পৌঁছলে কলতানকে জামিনে মুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়। অবশেষে বিধাননগর আদালতে জামিনের প্রক্রিয়া শেষ করে বাইরে বেরোন কলতান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরোধিতা করতে গেলে এসব সহ্য করতে হবেই। ওরা ভেবেছে আমাকে জেলে ভরে ভয় দেখাবে। কিন্তু তা হবে না। ভয় পাওয়ার বান্দা আমরা নই। তিলোত্তমা সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।’

আরও পড়ুন – ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের

আদালত থেকে বেরোতেই লাল গোলাপ, মালা ও আবিরে কলতানকে বরণ করে নেন বাম যুব নেতারা।