লেবাননে বিস্ফোরিত ওয়াকি-টকি জাপানের তৈরি নয়

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকি (তারবিহীন যন্ত্র) জাপানি নির্মাতা কোম্পানি আইকমের তৈরি নয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইকম জানায়, ‘এখন পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যে ওয়্যারলেস ডিভাইসগুলো বিস্ফোরিত হয়েছে সেগুলো আমাদের পণ্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবারের বিস্ফোরণে লেবাননের হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকিতে ‘আইকম’ এবং ‘জাপানে তৈরি’ লেখা দেখা গেছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

বৈরুতসহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থানে শত শত ওয়াকি-টকি বিস্ফোরিত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পর আইকমের পরিচালক ইয়োশিকি এনোমোতো ওসাকার সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, আমাদের ডিভাইসগুলোর মধ্যে বোমা বা বিস্ফোরক স্থাপন করার কোনও সুযোগ নেই। উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং দ্রুত হয়। তাই এরকম কিছু করার সময় থাকে না।