Durga Puja 2024: কলকাতার দুর্গাপুজোর আয়ারল্যান্ডের ছোঁয়া, দুই দেশের শিল্পীরা মিলে শুরু করলেন প্যান্ডেলের কাজ

ভারত এবং আয়ারল্যান্ডের ৭৫ বছর কূটনৈতিক সম্পর্কের উদযাপনের উদ্দেশ্যে একটি দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হতে চলেছে। গালওয়ের আইরিশ গ্রুপ ‘ম্যাকনাস’ এবং কলকাতার ‘বেহালা নতুন দল’ মিলিত ভাবে একটি প্যান্ডেল তৈরি করতে চলেছে।

আইরিশ দূতাবাসের মতে, ভারত এবং আয়ারল্যান্ডের মেলবন্ধনে কলকাতায় যে পুজোটি উদযাপিত হবে, সেখানে হিন্দু দেবী দুর্গা এবং সেলটিক দেবী দানু উভয়কেই পুজো করা হবে।

আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি বলেছেন, ‘কলকাতার দুর্গাপুজো হল সব থেকে বড় উৎসবগুলির মধ্যে অন্যতম। এই উৎসবের সৃজনশীলতা এবং সাম্প্রদায়িক মেলবন্ধন এক কথায় অনবদ্য। এই বছর আইরিশ এবং কলকাতার শিল্পীরা একত্রিত হয়ে একটি পুজো উদযাপিত করতে চলেছে ৭৫ তম বার্ষিকী উপলক্ষে।’

(আরও পড়ুন: সতীর অধঃওষ্ঠ থেকে নাম হয়েছে অট্টহাস! বর্ধমানে নদী তীরের জঙ্গলঘেরা এই পীঠে কীভাবে পৌঁছবেন? রইল হদিশ)

রাষ্ট্রদূত আরও বলেছেন, ‘আমাদের বন্ধুত্বের ৭৫ তম বর্ষ উদযাপিত হবে। এই বন্ধন আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুত্বের পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতির দিক থেকে নতুন সুযোগ অন্বেষণ করার চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, আইরিশ এবং ভারতীয় সৃজনশীলতার মেলবন্ধনে একটি ক্রস সাংস্কৃতিক সহযোগিতার শক্তিকে প্রতিফলিত হতে দেখা যাবে। শুধু তাই নয়, নারী শক্তি এবং নারীর চেতনা উদযাপিত হবে এই উৎসবের মাধ্যমে।

এই মুহূর্তে আয়ারল্যান্ডে প্রায় ৪৫ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন, যাদের মধ্যে ২৯ হাজার ১৫৮ জন ভারতীয় বংশদ্ভূত এবং ১৮,৫০০ জন অনাবাসী ভারতীয়।

(আরও পড়ুন: শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা)

আয়ারল্যান্ড এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে, অর্থাৎ ভারতের স্বাধীনতার সময়। ১৯৫১ সালে ভারত ডাবলিনে তার দূতাবাস খুলেছিল। আইরিস দূতাবাস নতুন দিল্লিতে খোলা হয়েছিল ১৯৬৪ সালে।