Next IAF Chief: ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং, সাহসী অফিসার

এয়ার মার্শাল অমর প্রীত সিং। তিনিই হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 

১৯৮৪ সালের ডিসেম্বর মাসে তাঁর চাকরিজীবন শুরু হয়েছিল। সিনিয়রিটির ভিত্তিতে তিনি পরবর্তী বায়ুসেনা প্রধান। ফাইটার পাইলট হিসাবেও তিনি পরিচিত ছিলেন। 

এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি ভাইস চিফ মার্শাল হিসাবে নিয়োজিত হওয়ার আগে একাধিক কমান্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 

এর আগে এয়ার মার্শাল সন্দীপ সিংয়ের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন এয়ার মার্শাল অমর প্রীত সিং। তখন তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং সম্পর্কে আরও কিছু বিষয় জেনে নিন: 

১) ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর বায়ুসেনার ফাইটার স্ট্রিমে কমিশন পান সিং। সেন্ট্রাল এয়ার কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে তিনি ইস্টার্ন এয়ার কমান্ডে সিনিয়র এয়ার স্টাফ অফিসার ছিলেন।

২) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র সিং মিগ ২৭ স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার ও কমান্ডিং অফিসার এবং একটি বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং ছিলেন।

৩) তিনি একজন দক্ষ ফ্লাইং ইন্সট্রাক্টর এবং এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং বিভিন্ন ফিক্সড-উইং এবং রোটারি-উইং বিমানে ৪,৯০০ ঘন্টারও বেশি পরিষেবা দিয়েছেন। তিনি বিভিন্ন স্তরে বিমান এবং সিস্টেম টেস্টিং প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেছেন।

৪) মনমোহন সিং রাশিয়ার মস্কোতে মিগ ২৯ আপগ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দিয়েছেন। তিনি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস প্রজেক্ট ডিরেক্টর (ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টার) এবং সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডে এয়ার ডিফেন্স কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৫) এয়ার মার্শালকে তাঁর ‘বিশিষ্ট’ পরিষেবার জন্য ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ‘অতি বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়েছে।

অত্যন্ত দক্ষ ফাইটার পাইলট হিসাবে পরিচিত তিনি। সেই এয়ার চিফ মার্শাল এবার বায়ুসেনার প্রধানের দায়িত্ব নেবেন। অত্যন্ত চ্যালেঞ্জিং এই দায়িত্ব। 

(পিটিআই ইনপুট সহ)