ভারতের লিড ৩৫০

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় ইনিংসে ভারত ৩৭ ওভারে ১২৩/৩, লিড ৩৫০ (পান্ত ৩০*, গিল ৫৭*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭)

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭.১ ওভারে ১৪৯/১০ ( মিরাজ ২৭*; সাদমান ২, জাকির ৩, মুমিনুল ০, শান্ত ২০, মুশফিক ৮, লিটন ২২, সাকিব ৩২, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১)

প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)

গিলের ফিফটির পর পঞ্চাশ ছাড়িয়েছে জুটি

তৃতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ভারতকে দ্রুত অলআউট করার। বিপরীতে স্বাগতিকদের লক্ষ্য দ্রুত স্কোরবোর্ড সমৃদ্ধ করার।  সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শুবমান গিল ও ঋষভ পান্ত। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আধা ঘণ্টার মধ্যেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন গিল। ফিফটি তুলে নিতে মিরাজের একই ওভারে দুটি ছয় মেরেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন পান্ত। এই জুটি পঞ্চাশও ছাড়িয়েছে। 

ভারতকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনটা ছিল বোলারদের। ১৭ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন এদিন দুই দল। বাংলাদেশের পড়েছে ১০ উইকেট, ভারতের ৭ উইকেট। তবে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতেই।

প্রথম ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ছিল ভারতকে চারশ রানের আগেই অলআউট করার। ৩৩৯ রানে ছয় উইকেটে দিন শুরু করা ভারত ৩৭৬ রানে অলআউট হয়েছে। কিন্তু নিজেরা প্রথম ইনিংসে যসপ্রীত বুমরা, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৪৯ রানে অলআউট হয়ে গেছে। 

বাংলাদেশকে ফলোঅনে পাঠানোর সুযোগ থাকলেও ভারত ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। টপ অর্ডারের তিন ব্যাটারকে বাংলাদেশ দ্রুত ফেরাতে পারলেও ম্যাচ স্বাগতিকদের হাতের মুঠোয়। ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে। ৩০৮ রানের লিড নিয়ে শুরু করেছে তৃতীয় দিনের খেলা। 

এদিনও বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের যত দ্রুত সম্ভব অলআউট করার।