TN Guv slammed for secularism remarks: ‘এরকম লোক রাজ্যপাল? লজ্জা!’ ধর্মনিরপেক্ষতাকে ইউরোপীয় ধারণা বলে রোষের মুখে রবি

ধর্মনিরপেক্ষতা নিয়ে মন্তব্য করে আক্রমণের মুখে পড়লেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। ‘ধর্মনিরপেক্ষতা একটি ইউরোপীয় ধারণা’ বলে তিনি যে মন্তব্য করেছিলেন, সেটাকে আপত্তিকর বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি তুলেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল। একইসুরে সিপিআইএমের বৃন্দা কারাট কড়া আক্রমণ শানিয়ে বলেন যে রবির মতো একজন ব্যক্তি যে রাজ্যপালের পদে বসে আছেন, তা চূড়ান্ত লজ্জার বিষয়। তিনি যে কথা বলেছেন, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ভাবাদর্শ। কয়েকদিন পরে উনি যদি সংবিধানকেই ‘বৈদেশিক ধারণা’ বলে দাগিয়ে দেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে দাবি করেছেন কারাট।

তামিলনাড়ুর রাজ্যপাল ঠিক কী বলেছিলেন?

রবিবার কন্যাকুমারী জেলায় একটি অনুষ্ঠানে গিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল বলেছিলেন, ‘ধর্মনিরপেক্ষতার অর্থ কী? ধর্মনিরপেক্ষতা হল একটি ইউরোপীয় ধারণা।’ নাম না করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, কয়েকটি অংশের মানুষের তোষামদ করার জন্য জরুরি অবস্থার সময় (১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল) সংবিধানে ধর্মনিরপেক্ষতার অংশটি যুক্ত করেছিলেন ‘নিজের উপরে আস্থা না থাকা একজন প্রধানমন্ত্রী’।

আরও পড়ুন: Kolkata Semiconductor Plant: পিচ বানিয়ে রাখেন মমতা; সেমিকন্ডাক্টরে সোনা ফলবে মোদী-বাইডেন বৈঠকে, জানত না নবান্ন- রিপোর্ট

সেখানেই থামেননি তামিলনাড়ুর রাজ্যপাল। তিনি দাবি করেন, ইউরোপে চার্চ এবং রাজার মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বে ইতি টানতে ধর্মনিরপেক্ষতার ধারণার জন্ম হয়েছিল। সেই সংঘাত দীর্ঘদিন ধরে চলেছিল। আর ভারতের স্বাধীনতার সময় যখন সংবিধানের খসড়া প্রস্তুত করা হচ্ছিল, সেইসময় ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, তা নিয়ে আলোচনা হয়েছিল। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল গণপরিষদ। কারণ ভারত ধর্মকেন্দ্রিক দেশ। এখানে কোনও সংঘাত নেই। যেরকম সংঘাত ইউরোপে ছিল।

‘প্রধানমন্ত্রী যেটা করতে চাইছেন, সেটাই বলছেন রাজ্যপাল’

আর সেই মন্তব্যের পরই তামিলনাড়ুর রাজ্যপালকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক (কমিউনিকেশন) জয়রাম রমেশ দাবি করেন, ‘এই ব্যক্তি সংবিধানের নামে শপথ নিয়েছেন। নিজের ঢাক-ঢোল পেটানো সত্ত্বেও সাংবিধানিক পদে আছেন। তাঁকে অবিলম্বে বরখাস্ত করা উচিত।’ সেইসঙ্গে কংগ্রেস নেতা দাবি করেন, রাজ্যপাল যে মন্তব্য করেছেন, সেটা কোনওভাবে মেনে যায় না। তবে তিনি স্রেফ জল মাপছেন। প্রধানমন্ত্রী যা করতে চাইছেন, সেটাই তিনি শুধু বলছেন বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন: RG Kar Case: ‘বলেনি তো মরদেহ সংরক্ষণ করতে চাই’, CBI-র ডাক পেতেই নির্যাতিতার পরিবারকে নজিরবিহীন আক্রমণ TMC বিধায়কের

এরকম ব্যক্তি রাজ্যপাল? লজ্জার বিষয়, তোপ কারাটের

অন্যদিকে কারাট বলেন, ‘ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতি থেকে ধর্মকে দূরে সরিয়ে রাখার বিষয়টা আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ। কাল উনি বলবেন যে ভারতের সংবিধানই একটি বৈদেশিক ধারণা। এটাই আরএসএসের বোধবুদ্ধি। এটা চূড়ান্ত লজ্জার বিষয় যে তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যের রাজ্যপাল হিসেবে এসব ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন: Bangladesh sending Hilsa for Dollar: হাতে বেশি টাকা নেই, নিজেদের ঘর চালাতেই ভারতে ইলিশ পাঠাচ্ছে, স্বীকার বাংলাদেশের!