Durga puja: মুঠোফোনের মাধ্যমে পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা, আপনার জন্য রইল কিছু নমুনা

বছরের নতুন ক্যালেন্ডার হাতে পেলেই মানুষের চোখ সবার আগে চলে যায় দুর্গা পুজোর ছুটির দিনগুলিতে। কেউ প্রথম থেকেই পুজোর প্ল্যান করে বসে কেউ আবার ঠিক করে ঘুরতে যাওয়ার। মোটকথা, পুজো মানেই একটি আলাদা আনন্দ, আলাদা অনুভূতি।

দুর্গা পুজো এমন একটি উৎসব যা যে কোনও বাঙালির আবেগ। কলকাতায় হোক বা বিদেশে, দুর্গা পুজোর আনন্দের সঙ্গে অন্য কিছু তুলনাই চলে না। এখনও প্রায় দিন ১৫ বাকি পুজোর, তবে আপনি চাইলে এখন থেকেই প্রিয় জনকে পাঠিয়ে দিতে পারেন পুজোর শুভেচ্ছা বার্তা।

১) দেবী আসছেন, এটাই বাঙালির কাছে সব থেকে আনন্দের বিষয়। তোমাকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা।

২) সকলকে শারদীয়ার সুন্দর এবং বর্ণময় শুভেচ্ছা জানাই। শুভ হোক সবকিছু।

(আরও পড়ুন: বিদেশে থাকা প্রিয়জনের মন ভালো করে দিন, এখনই পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা)

৩) দুর্গা পুজো আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ শারদীয়া

৪) রামচন্দ্রের অকালবোধন আজ সারা বিশ্বজুড়ে দুর্গা পুজো নামে পরিচিত, পুজোর আনন্দে ভেসে যাক সব দুঃখ কষ্ট। তোমাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা

৫) শুভ দূর্গা পূজা ২০২৪! ভালো থেকো সুখে থেকো। তোমাকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা।

৬) মাতৃ পক্ষের সূচনা হওয়ার সাথে সাথে কেটে যাক সমস্ত অন্ধকার, বিনাশ হোক অশুভ শক্তির। তোমাকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।

৭) মায়ের কাছে প্রাণ ভরে যা চাইবেন, মা তাই দেবেন। তোমাকে জানাই দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা।

৮) আনন্দ উৎসবে হইহই করে কেটে যাক পুজোর দিনগুলি, তোমাকে জানাই দূর্গা পুজোর অনেক শুভেচ্ছা

(আরও পড়ুন: রবিবার বিকেল আরও একটু মজাদার করে তুলুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৯) গ্রাম থেকে শহর, জাতি ধর্ম নির্বিশেষে এই দিনগুলি সকলের ভীষণ প্রিয়, তোমাকে এবং তোমার গোটা পরিবারকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

১০) আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে মায়ের আগমন বার্তা, ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। তোমাকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।