District Administration: পুজোর আগে জেলাশাসক বদল, ১১ জেলায় নতুন মহকুমা শাসক নিয়োগ করল নবান্ন

পুজোর আগে রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক স্তরে রদবদল করা হল। এই রদবদলের তালিকায় রয়েছেন জেলাশাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক। নবান্নের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে ১১ টি জেলায় নতুন মহকুমা শাসক নিয়োগ করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলা।

আরও পড়ুন: ফের রদবদল সচিব পর্যায়ে, আমলাদের বদলি নিয়ে নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের

বিজ্ঞপ্তি অনুসারে, পূর্ব বর্ধমানের জেলা শাসক পদে এতদিন ছিলেন রাধিকা আইয়ায়। তাঁকে এবার স্বাস্থ্য দফতরের সিনিয়র বিশেষ সচিব পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক হয়েছেন আয়েশা রানি। তিনি এতদিন পূর্ব মেদিনীপুর ডিভিশনের কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরেই পূর্ব বর্ধমানের জেলা শাসক বদল করা হল। এছাড়াও, ১১ মহকুমায় নতুন মহকুমা শাসকদের নিয়োগ করা হয়েছে। এই মহাকুমাগুলি হল-  বাঁকুড়ার খাতরা, পুরুলিয়ার মানবাজার ও রঘুনাথপুর,পূর্ব বর্ধমানের কাটোয়া, নদিয়ার রানাঘাট, মুর্শিদাবাদের ডোমকল, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং,     উত্তর দিনাজপুরের ইসলামপুর, হুগলির আরামবাগ ও দার্জিলিঙের মিরিক মহকুমা। 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নতুন মহাকুমা শাসকরা সকলেই ২০২১ সালের ব্যাচের আইএস অফিসার। এতদিন তাঁদের অফিসার ইন ডিউটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার মহকুমা শাসক হিসেবে নিয়োগ হলেন। 

এদিকে, এই মহকুমাগুলিতে যারা শাসকের পদে ছিলেন তাদের পদোন্নতি হয়েছে। তার মধ্যে অনেকেই অতিরিক্ত জেলা শাসক পদে নিয়োগ করা হয়েছে, আবার অনেকেই যুগ্ন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে গঙ্গারামপুরের মহকুমাশাসককে মুর্শিদাবাদের এডিএম করা হয়েছে। ক্যানিংয়ের মহকুমাশাসককে পূর্ব বর্ধমানের এডিএম হিসেবে পাঠানো হয়েছে। মহকুমাশাসককে পশ্চিম বর্ধমানের এডিএম করা হয়েছে প্রভৃতি। 

আবার কাটোয়ার মহকুমাশাসক শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও এবং দার্জিলিঙের অতিরিক্ত জেলাশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন।মিরিকের মহকুমাশাসক হয়েছেন কৃষি দফতরের যুগ্ম সচিব। এছাড়াও, বেশ কয়েকটি জেলার এডিএমদের বিশেষ সচিব, যুগ্মসচিব অথবা অন্যান্য পদে বদলি করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।