India vs Bangladesh Live Updates: ভেজা মাঠ, নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ভারত-বাংলাদেশ, পিছিয়ে গেল টস

<p><strong>কানপুর:</strong> আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত- বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম ম্য়াচে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দু বিভাগেই টাইগারদের টেক্কা দিয়েছে&nbsp;<a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>&nbsp;শর্মার দল। ২ ম্য়াচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচে আগামীকাল শুক্রবার থেকে শুরু। এই ম্য়াচ জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বিরাটদের সামনে। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিরিখে ধরলে ম্য়াচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।</p>
<p>বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে চেন্নাইয়ের পিচ কিন্তু বিশেষজ্ঞদের বেশ নজর কেড়েছিল। পিচে একটা সময় ব্যাটাররা যেমন সহজে বল ব্যাটে আসায় রান করতে পারছিলেন, তেমনই শুরুর দিকে বোলারদের সাহায্যও ছিল। কানপুরের ২২ গজও কিন্তু অনেকটা একইরকম ছবি দেখা যেতে পারে। অন্তত গ্রিন পার্কের পিচ প্রস্তুতকারক শিব কুমার এমনটাই জানাচ্ছেন।</p>
<p>শিব কুমারের (Shiv Kumar) মতে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের (IND vs BAN 2nd Test) পিচটা একটা আদর্শ টেস্ট ম্য়াচের পিচ হতে চলেছে। এই পিচে শুরুর দিকে যেমন ফাস্ট বোলাররা মদত পান, তেমন দিন গড়ালে ব্যাটাররাও বেশ সহজেই নিজেদের শট খেলতে পারবেন। আবার ম্যাচের পরের দিকে স্পিনাররাও সুযোগ সুবিধা পাবেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শিব কুমার বলেন, ‘এই ম্যাচেও অনেকটা চেন্নাইয়ের ম্যাচের মতোই দৃশ্য দেখা যাবে। পিচের সবার জন্যই কিছু না কিছু মদত থাকবে। প্রথম দুই সেশনে পিচে বাউন্স থাকবে। প্রথম দুইদিন ব্যাটাররা ব্যাটিং করতেও বেশ মজা পাবেন। তারপর ম্যাচের শেষের তিনদিন স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারবেন। পিচ থেকে স্পিনারদের জন্য মদত থাকবে।'</p>