SCO Meeting: পাকিস্তানে এসসিও মিটিং, আমন্ত্রণ রক্ষা করতে পারে ভারত, যাবেন কে?

আগামী মাসেই সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মিচিং হবে পাকিস্তানের ইসলামাবাদে। আর সেই মিটিংয়ে অংশ নিতে পারে ভারত। তবে ভারতের তরফে এই এসসিও মিটিংয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন নাকি অন্য কেউ অংশ নেবেন সেটা এখনও পরিস্কার নয়। এর আগে ২০২৩ সালে বিসকেকে যখন মিটিং হয়েছিল তখন এস জয়শঙ্কর অংশ নিয়েছিলেন। 

এদিকে সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মিটিংয়ে অংশ নেওয়ার জন্য় আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তবে এসসিও হেড অফ স্টেট সামিটে মোদীর অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ রয়েছে। সাধারণত এই ধরনের মিটিংয়ে বিদেশমন্ত্রীরাই অংশগ্রহণ করে থাকেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা থেকে ফিরে আসার পরে ঠিক করা হবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মিটিংয়ে অংশ নেবেন কি না। আগামী ১৫-১৬ অক্টোবর এই মিটিং অনুষ্ঠিত হবে। যদি এই মিটিংয়ে শেষ পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যান তবে গত ৯ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনও বিদেশমন্ত্রী যাবেন পাকিস্তানে। 

২০১৫ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গিয়েছিলেন পাকিস্তানে। তখনও একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন সুষমা স্বরাজ। সেই মিটিংয়ে পাশাপাশি সেই সময় পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গেও একদফা কথাবার্তা হয়েছিল সুষমা স্বরাজের। আর সেই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভারতের বিদেশসচিব ছিলেন এস জয়শঙ্কর। সেই সময় তিনি বিদেশসচিব হিসাবে সুষমা স্বরাজের সঙ্গে গিয়েছিলেন। 

এদিকে গত বছর পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতে এসেছিলেন। সেই সময় ভারতে এসসিও পর্যায়ের মিটিং ছিল। সেই মিটিংয়ে অংশ নিতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী। তবে সেই সময় আলাদা করে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর আলাদা করে কোনও মিটিং হয়নি। 

তবে শেষ পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও মিটিংয়ে ভারত অংশ নেয় কি না সেটাই দেখার। আগামী দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে অন্য কোনও পর্যায়ে মিটিং হয় কি না সেটাও দেখার।