Video Viral: নয়ডার রাস্তায় চারটি মেয়ের চুলোচুলি, নিমেষে ভাইরাল হল ভিডিয়ো

নয়ডার রোড না তো, যেন কুস্তির আখড়া। একে অপরকে জাপটে ধরে ধুন্ধুমার আখড়া। প্রকাশ্য রাস্তায় চার মেয়ের কাণ্ড দেখে রীতিমত অবাক নেটিজেন। ভাইরাল হয়েছে ভিডিয়ো।

সেক্টর-৯৩-এ অবস্থিত বায়োডাইভারসিটি পার্কের কাছে মেয়েদের দু’টি গ্রুপ মারামারি করছিল। রাস্তার মাঝখানে দীর্ঘক্ষণ চলে মারামারি, চুল ধরে টানাটানি। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কয়েকজন ব্যক্তি হস্তক্ষেপ করতে এসেও লাভ হয়নি, কিন্তু লড়াই চলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়োতে দেখা গিয়েছে নয়ডায় রাস্তার মাঝখানে মারামারি করছে চার মেয়ে। তাঁরাই নয়ডার রাস্তাকে আখড়ায় পরিণত করেছে। খবর পেয়ে ফেজ-২ কোতোয়ালি থানার পুলিশও পৌঁছে গিয়েছিল।

  • ২৭ এপ্রিলের ঘটনা

নয়ডা পুলিশ জানিয়েছে যে পুরো ঘটনাটা ২৭ এপ্রিলের। বিকেলে চার মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে ভিডিয়োটি পরীক্ষা করে মেয়েদের খুঁজে বের করে, সংশ্লিষ্ট থানায় ডেকে পাঠিয়েছিল। পুলিশ এরপর মেয়েদের কাছে ঝগড়ার কারণ জানতে চায়। এরপর মেয়েদের বয়স জিজ্ঞাসা করা হয়। প্রত্যেকের বয়স ছিল ১৮ বছরের নীচে। জিজ্ঞাসাবাদে মেয়েরা জানিয়েছিল, তাঁরা সবাই নাবালিকা। পুলিশের বোঝানোর পর মেয়েরা নিজেদের দোষও স্বীকার করে নিয়েছিল। এর পর পুলিশ সব মেয়েকে সতর্ক করে বলেছে যে ভবিষ্যতে এমন ভুল না করতে। এরপর পুলিশ ওই চার কিশোরীর বাবা-মাকে ডেকে পাঠিয়ে নিরাপদে তাদের বাড়ি পাঠিয়েও দিয়েছে।

  • এই লড়াইয়ের কারণ কী

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রিল নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে থানা এলাকায় বসবাসকারী দুই মেয়ের মধ্যে বিরোধ বাঁধে। উভয় গ্রুপের মেয়েরা নিজেদের বোনদের নিয়ে এসেছিল এবং তারা নবম ও দশম শ্রেণfর ছাত্রী। ইনস্টাগ্রাম রিলে মন্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দু’জনের মধ্যে বিবাদ বাড়লে তারা একে অপরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। এ সময় চার মেয়ে একে অপরকে হুমকি দিয়ে সেক্টর-৯৩ বায়োডাইভারসিটি পার্কের কাছে পৌঁছোয়। এরপরই দুজনের মধ্যে প্রবল মারামারি শুরু হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, আজকাল এরকম অনেক ঘটনা প্রকাশ্যে আসে, কিন্তু নাবালক হওয়ায় ছোটদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আসলে অ্যামিটি ইউনিভার্সিটির কাছে সবচেয়ে বেশি মারামারি হয়েছে, বলে জানিয়েছে পুলিশ। নয়ডায় শান্তি বজায় রাখার জন্য তাঁদের তৎপরতা এখন লাইমলাইটে। আসলে বর্তমান সময়ের তরুণ-তরুণীদের মধ্যে রিলের নেশা এতটাই বেড়েছে যে তারা এর জন্য যা খুশি করতে প্রস্তুত। মেট্রো থেকে সড়কে অশ্লীল কার্যকলাপের পর, এমনকি মারামারির ঘটনাও ঘটতে শুরু করেছে। কিছুদিন আগে দিল্লি মেট্রোতে হোলি খেলার সময় দুই মেয়ের অশ্লীল রিল ভাইরাল হয়েছিল। সেই মেয়েরা নয়ডার রাস্তায় বাইকে বসে বেশ কিছু অশালীন রিল তৈরি করেও বিতর্ক তৈরি করেছিল। এরপর পুলিশ কয়েক হাজার টাকার চালান জারি করে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল।