IPL 2024 SRH vs LSG Innings Highlights Lucknow Super Giants gave target of 166 runs against Sunrisers Hyderabad at Rajiv Gandhi International stadium

হায়দরাবাদ: আইপিএলের (IPL 2024) ইতিহাস বলছে, সানরাইজার্স হায়দরাবাদকে কখনও হারাতে পারেনি লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG)। বুধবার নিজামের শহরে কি রেকর্ড বদলাতে পারবেন কে এল রাহুলরা (KL Rahul)?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের প্রথমার্ধে অন্তত দাপট প্যাট কামিন্সদেরই। লখনউকে ১৬৫/৪ স্কোরে আটকে রাখল হায়দরাবাদ। ম্যাচ জিতে প্লে অফের আরও কাছাকাছি পৌঁছে যেতে ১৬৬ রান তুলতে হবে হায়দরাবাদকে। যা তাদের শক্তিশালী ব্যাটিংয়ের কাছে খুব একটা সমস্যার হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের বিষাক্ত স্যুইংয়ের সামনে অসহায় দেখাতে শুরু করে লখনউয়ের ব্যাটিং। প্রথম ওভারে মাত্র ৩ রান দেন ভুবি। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে কুইন্টন ডি’কককে তুলে নেন উত্তর প্রদেশের পেসার। সেই ওভারেও মাত্র ২ রান খরচ করেন। নিজের তৃতীয় ওভারে মার্কাস স্টোইনিসকে তুলে নেন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন সনবীর সিংহ। প্রথম স্পেলে ভুবির বোলিং পরিসংখ্যান ছিল ৩-০-৭-২। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর দাঁড়ায় ২৭/২। যা চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে লখনউয়ের সর্বনিম্ন স্কোর।

চলতি আইপিএলে যেন পুনর্জন্ম হল পেসার ভুবনেশ্বরের। পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ১০টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। যা এই আইপিএলে সর্বোচ্চ। দিল্লি ক্যাপিটালসের খলিল আমেদ চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে ৮ উইকেট নিয়ে দুইয়ে।

১১.২ ওভারে ৬৬/৪ হয়ে গিয়েছিল লখনউ। সেই সময় মনে হচ্ছিল, ১৪০ রানও হয়তো তুলতে পারবে না লখনউ। রাহুল ৩৩ বলে ২৯ রান করেন। ক্রুণাল ২১ বলে ২৪ করে ফেরেন। লখনউকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৫২ বলে ৯৯ রান যোগ করেন দুজনে। ২৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন পুরান। ৩০ বলে অপরাজিত ৫৫ রান করেন বাদোনি। কামিন্সের শেষ ওভারে ১৯ রান তোলেন দুজনে।

আরও পড়ুন: মাঠ ছেড়ে বেরোও… প্রতিপক্ষ অধিনায়ককে বেনজির আক্রমণ IPL দলের মালিকের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন:

 

আরও দেখুন