IPL 2024 LSG Captain KL Rahul in Sanjiv Goenka Home For Special Dinner Amid Controversies Pic Goes Viral

নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনক পরাজয়ের পর মাঠের মাঝেই অধিনায়ক কেএল রাহুলকে (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ভর্ৎসনা শোরগোল ফেলে দিয়েছিল। মরশুম শেষের আগেই রাহুলের অধিনায়কত্ব যাওয়া থেকে মরশুম শেষে দলবদল, সব নিয়েই জল্পনা শুরু হয়। তবে সম্প্রতি এক ছবি ভাইরাল হচ্ছে যা দেখে এই দুইজনের মধ্যেকার সম্পর্কে সমীকরণটা স্পষ্ট হয়ে যাচ্ছে।

রাহুলের দল ছাড়া অধিনায়কত্ব যাওয়ার জল্পনা শুরু হলেও, লখনউ শিবিরের তরফে বারংবার সেই জল্পনা খর্ব করে দেয়। দাবি করা হয় দলের অধিনায়ক এবং কর্ণধারের মধ্যে সম্পর্কে কোনও অবনতি হয়নি। সব ঠিকই রয়েছে। এবার সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলকে আলিঙ্গন করতে দেখা গেল। লখনউ সুপার জায়ান্টস মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজধানীতে হাজির হয়েছে। সেই ম্যাচের আগের রাতে নয়াদিল্লিতে নিজের বাসভবনে সঞ্জীব গোয়েঙ্কা গোটা দলের জন্য নৈশভোজের আয়োজন করে। সেখানেই রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা আলিঙ্গন করতে দেখা যায়।     

 

এই ছবি ভাইরাল হওয়ার আগেই অবশ্য লখনউয়ের সহকারী কোচ লান্স ক্লুজনারও (Lance Klusener) এই সুরেই অধিনায়কত্ব বদলের সব জল্পনা খর্ব করেছেন। তিনি বলেন, ‘অধিনায়কত্ব বদল নিয়ে কোনওরকম কোনও আলোচনাই হয়নি। দুইজন ক্রিকেটপ্রেমীর মাঝে উত্তেজিত আলোচনায় কোনও সমস্যা রয়েছে বলে আমার মনে হয় না। ছোট্ট কাপে ঝড় উঠলে যা হয় আর কী।’ ভাইরাল ছবি কিন্তু ক্লুজনারের বক্তব্যকেই সমর্থন করে।

প্রসঙ্গত, আজ মরণ-বাঁচন ম্যাচে দিল্লির মুখোমুখি লখনউ। তাদের নিজেদের পরের দুই ম্যাচ জিততেই হবে। দুই ম্যাচ জিতলে রাহুলদের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা বজায় থাকবে। তবে সেক্ষেত্রেও সানরাইজার্স হায়দরাবাদ আর চেন্নাই সুপার কিংসের হারের প্রত্যাশায় থাকতে হবে লখনউকে। আর তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয়, তাহলে কার্যত সব আশা শেষ। কারণ শেষ ম্যাচে জিতলেও লখনউয়ের নেট রান রেট সিএসকে এবং সানরাইজার্সের থেকে এতটাই খারাপ যে কার্যত অস্বাভাবিক কিছু না ঘটলে সেক্ষেত্রে লখনউ বাকি দুই দলকে টপকে যেতে পারবে না। এই ম্যাচে রাহুল শেষমেশ মাঠে নামেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়়ুন: বিরাটদের প্লে অফে পৌঁছনোর পথে বাধ সাধতে পারে বৃষ্টি, ভেস্তে যেতে পারে আরসিবি-সিএসকে ম্যাচ! 

আরও দেখুন