Museum Day: জাদুঘর দিবসে ঘুরে আসুন ভারতের এই বিখ্যাত জাদুঘরগুলিতে

প্রতিবছর ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। এই দিন প্রাচীন ইতিহাস এবং শিল্পের মেলবন্ধন হওয়ার দিন। আগামী প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করানোর দিন। আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জেনে নিন ভারতের পাঁচটি বিখ্যাত জাদুঘর সম্পর্কে বিস্তারিত।

The Indian Museum, Kolkata: কলকাতায় যে জাদুঘরটি অবস্থিত সেটি ভারতের বৃহত্তম জাদুঘর। ১৮১৪ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে প্রাচীন সভ্যতার বিভিন্ন প্রত্নবস্তু, ভাস্কর্য এবং পেইন্টিং। এই জাদুঘরের মূল আকর্ষণ হল অশোক স্তম্ভ, মিশরীয় মমি। আপনি চাইলে জাদুঘর দিবসে ঘুরে আসতে পারেন কলকাতার এই বিখ্যাত জাদুঘরে।

The National Museum, New Delhi: কলকাতার পরেই যে জাদুঘরটির নাম আপনাদের বলা হবে,সসসস সেটি অবস্থিত নিউ দিল্লিতে। পাঁচ হাজারের বছরের পুরোনো ইতিহাস আপনি দেখতে পাবেন এই জাদুঘরে। জাদুঘরটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৯ সালে। হরপ্পা সভ্যতা নিদর্শন, প্রাচীন পান্ডুলিপি, ভারতের ক্ষুদ্রাকৃতির চিত্র কর্মের কিছু ব্যতিক্রমী সংগ্রহ দেখতে পাবেন এই জাদুঘরে।

Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya, Mumbai: মুম্বাইয়ের এই জাদুঘরে আপনি পেয়ে যাবেন ইউরোপীয় চিত্রকর্ম, মিশরীয় প্রত্নবস্তু, ভারতের আলংকারিক শিল্পের কিছু অজানা নিদর্শন। এই জাদুঘরের একটি বিশেষ আকর্ষণ হল অস্ত্র এবং বর্ম সংগ্রহের ভান্ডার।

Salar Jung Museum, Hyderabad: হায়দ্রাবাদের সালার জাং মিউজিয়াম ভারতের অন্যতম বিখ্যাত জাদুঘর। এই জাদুঘরে আপনি পেয়ে যাবেন মীর ইউসুফ আলী খানের ব্যক্তিগত কিছু সংগ্রহ। এই জাদুঘরের ৩৮ টি গ্যালারিতে আপনি পাবেন পার্সিয়ান কার্পেট, ভারতীয় ভাস্কর্য, ইউরোপীয় পেইন্টিং, চিনা মাটির বাসন সহ আকর্ষণীয় সমস্ত চিত্রকলা। এখানে আপনি দেখতে পাবেন ভেইল্ড রেবেকা মূর্তি এবং মেফিস্টোফেলিস ও মার্গারেটের সুন্দর ভাস্কর্য।

City Palace Museum, Udaipur: উদয়পুরের সিটি প্যালেস মিউজিয়ামটি সিটি প্যালেস কমপ্লেক্সের একটি অংশ। এখানে আপনি পাবেন জমকালো আসবাবপত্র, বহু পুরনো অলংকারের ভান্ডার, আয়নার কাজ, রাজস্থানের রাজ পরিবারের ইতিহাসের নিদর্শন। এই জাদুঘরে এলে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে কোনও রাজপ্রাসাদে এসেছেন আপনি।