তীব্র গতিতে আসা ট্রেনের ধাক্কায় একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যু, বাকি তিনজন চিকিৎসাধীন

লোকসভা নির্বাচনের মরশুমে অসমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তীব্র গতিতে আসা ট্রেনের ধাক্কায় একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যু হল। আর তিনজন গুরুতর জখম হয়ে ওই এলাকার হাসপাতালে চিকিৎসাধীন। অসম রাজ্যের গুয়াহাটির নারেঙ্গি রেল স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা শনিবার ঘটলেও তার রেশ রবিবার পর্যন্ত রয়ে গিয়েছে। কারণ এই মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে। এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় চর্চা তুঙ্গে উঠেছে। রেলের অফিসাররা এই ঘটনার কথা জানেন।

এই শ্রমিকরা কাজে যাওয়ার উদ্দেশে বেরিয়ে ছিলেন। আর কাজ করতে যাওয়ার সময় এই দলবদ্ধ শ্রমিকরা লাইন পার করে ওপারে যাচ্ছিলেন। তখনই একটি দ্রুতগামী ট্রেন এসে সজোরে তাঁদের ধাক্কা মারলে ছিটকে পড়েন পাঁচজন। তবে তাঁর মধ্যে দু’‌জন শ্রমিক মারা যান। এই ঘটনায় শোরগোল পড়ে যেতেই সেখানে হাজির হয় জিআরপি। তাঁরা দেহগুলি লাইন থেকে সরিয়ে নিয়ে যায়। আর ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের অফিসাররা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহতদের এই হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:‌ প্রাতঃভ্রমণের সময় যুবতীকে জোর করে চুম্বন করল বিএসএফ জওয়ান, অভিযোগ দায়ের, উলুবেড়িয়ায় আটক

এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে অসম বিজেপি শাসিত রাজ্য। সেখানেও এখন লোকসভা নির্বাচন চলছে। তার মধ্যে এমন ঘটনা জনমানসে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে খবর, আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাঁদের সুস্থ করে তুলতে সবরকম সাহায্য করছেন। কেমন করে এই দুর্ঘটনা ঘটল?‌ সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শ্রমিকরা যখন লাইন পারাপার করছিলেন তখন তাঁরা ট্রেন আসছে খেয়াল করেননি। তাই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই ঘটনা নিয়ে অসমের নারেঙ্গি রেল স্টেশনে এলাকায় চর্চা চলেছে। রেল কেন হর্ণ বাজালো না?‌ সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রেন দুর্ঘটনায় যে দু’‌জন শ্রমিক মারা গিয়েছেন তাঁদের নাম হল—শাহিনূর ইসলাম এবং হাফিজুল রহমান। এই দু’‌জনের বাড়ি বীরকুচি এলাকায়। নারেঙ্গি রেল স্টেশনের কাছেই এই এলাকা। রোজই এখান দিয়ে কাজে যান শ্রমিকরা। তাই শনিবারও এই পথ ধরেই কাজে যাচ্ছিলেন। কিন্তু তীব্র গতিতে আসা ট্রেন ধাক্কা মারলে মর্মান্তিক মৃত্যু ঘটে।