Porsche Car Crash: বেপরোয়া পোর্শে গাড়ি মেরেছিল ২জনকে, চালকের ঘাড়ে দায় চাপাতে চাইছে ধনীর ছেলে?

বেপরোয়া পোর্সে গাড়ি চাপা দিয়েছিল দুজনকে। মৃত্যু হয়েছে দুজনের। এদিকে পুনে পুলিশ জানিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। পুলিশ কমিশনার অমিতাভ কুমার জানিয়েছেন, ওই অভিযুক্তের অভিভাবকরাই তার হাতে গাড়়ির চাবি তুলে দিয়েছিলেন। 

এদিকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে যাতে প্রমাণ করা যায় ওই ছেলেটি গাড়ি চালাচ্ছিল না। তার চালকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ আপাতত ড্রাইভারের প্রাথমিক বয়ান খতিয়ে দেখার চেষ্টা করছে। প্রাথমিকভাবে সে জানিয়েছে যে দুর্ঘটনার সময় সে গাড়ি চালাচ্ছিল।

তবে পুলিশ তার বয়ান খতিয়ে দেখছে। তবে পুলিশ দেখছে ওই চালককে চাপ দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে কি না। তবে পুলিশ কর্তারা মানতে চাইছেন না যে ঘটনার সময় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন। তাঁদের মতে, সেই সময় গাড়ি চালাচ্ছিল ওই অভিযুক্ত। 

পুলিশ কর্তা জানিয়েছেন, এটা সত্যি যে প্রথমদিকে ওই চালক বলেছিলেন যে দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু আমরা খতিয়ে দেখছি বাইরের কোন চাপে তিনি এই কথা বলছেন। 

তিনি জানিয়েছেন, আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে যে তিনি পাবে মদ খেয়েছিলেন। আসলে বলার কথা এটাই যে তার রক্তের নমুনার মাধ্যমেই আমরা সবকথা বলছি এমনটা নয়। আমাদের কাছে আরও প্রমাণ রয়েছে। সে পুরো জ্ঞানে ছিল। তার মানে এটা নয় যে সে এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে সে ধাক্কা দিয়ে ফেলেছে। তারা কী করছে এনিয়ে তাদের কাছে পুরো জ্ঞান ছিল। 

এদিকে প্রাথমিকভাবে ওই অভিযুক্ত জানিয়েছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি। এসিপি পদমর্যাদার এক আধিকারিক গোটা ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, যারা মারা গিয়েছে তাদের পরিবার যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা এনিয়ে বিশেষ আইনজীবী নিয়োগের ব্যবস্থা করছি। কোর্টে যাতে আমাদের বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরা যায় সেটা আমরা চেষ্টা করছি।