eng vs pak 4th t20i 2024 highlights as it happened

লন্ডন: বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ঠিক মনমতো হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হারতে হল পাকিস্তান দলকে। সাত উইকেটে চতুর্থ ম্য়াচে (ENG vs PAK 4th T20) হেরে ২-০ সিরিজ খোয়াল পড়শি দেশ। তবে দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) এই ম্যাচেই এক বিশেষ মাইলফলক স্পর্শ করে বিরাট কোহলির কৃতিত্বে ভাগ বসালেন। 

বাবর কেনিংটন ওভালে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এই ৩৬ রানের ইনিংসের সুবাদেই আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন বাবর। ১১৯টি ম্যাচে বাবর ১৩০.১৫ স্ট্রাইক রেটে মোট ৪০২২ রান করেছেন এখনও। গড় ৪১.০৫। এতদিন পর্যন্ত বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মালিক ছিলেন। কিন্তু বৃহস্পতিবারই কোহলির কৃতিত্বে ভাগ বসালেন বাবর আজম। কোহলির থেকে বর্তমানে মাত্র ১৫ রান পিছিয়ে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই কিন্তু সেই রেকর্ড ভেঙে যেতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আইসিসির নির্দেশে বিশ্বকাপের আগেই জার্সি বদলে বাধ্য হল উগান্ডা, কিন্তু কেন? 

আরও দেখুন