ডিএসসিসির ৬ হাট ও সব ওয়ার্ড থেকে কোরবানির বর্জ্য অপসারণের দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৭জুন) রাত ১০টায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ডিএসসিসির ৭১টি ওয়ার্ডে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তার দুই ঘণ্টা ১৫ মিনিট পর অর্থাৎ ১২টা ১৫ মিনিটে তিনি জানান, ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে ঈদের দিন কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ৬টি হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবারের মধ্যে বাকি অস্থায়ী-স্থায়ী পশুর হাট গুলোর বর্জ্য শতভাগ অপসারণের আশাবাদ ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একইসঙ্গে এ দিন নতুন করে সৃষ্ট কোরবানির পশুর বর্জ্যও অতি দ্রুত অপসারণ করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।