কলকাতায় চলছে ২০তম বিএসএফ-বিজিবি সীমান্ত সম্মেলন

শনিবার (২২ জুন) কলকাতায় শুরু হওয়া ২০তম বার্ষিক সমন্বয় সম্মেলনে ভারত ও বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক সীমানা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করেছে। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আয়ুশ মণি তিওয়ারির নেতৃত্বে ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে। বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, রিজিওন কমান্ডার, দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর।

বিএসএফ জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম সীমান্ত বিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ এবং অনুপ্রবেশ।

বিএসএফ এক বিবৃতিতে বলেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিদর্শক এবং বর্ডার গার্ড বাংলাদেশের আঞ্চলিক কমান্ডার বৈঠকে যোগ দিচ্ছেন। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার মনোভাব জোরদার করার জন্য প্রচেষ্টা চালানো হবে।

বিবৃতিতে বলা হয়, এই সম্মেলনে আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, সীমানা অঞ্চলে অমীমাংসিত উন্নয়ন কাজ এবং অবৈধ আন্তঃসীমান্ত চলাচল রোধে পদক্ষেপসহ কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে দুই বাহিনীর মধ্যে আলোচনা হয়।

দুই বাহিনীর মধ্যে বার্ষিক সীমান্ত সমন্বয় সম্মেলন হচ্ছে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক।