Rath Decoration Ideas: এখনও রথ সাজানোর প্ল্যান করা হয়নি? এইভাবে ঝটপট সাজিয়ে নিন খুদে সদস্যের রথ

রাত পোহালেই রথযাত্রা। জগন্নাথ দেব এই দিন রথে চেপে মাসির বাড়ি বেড়াতে যান। তবে এই দিন আরও অনেক ছোট্ট ছোট্ট রথ রাস্তায় বের হয়, যেগুলি নিয়ে যায় ছোট্ট ছোট্ট শিশুরা। ছোট্ট রথের মধ্যে ছোট্ট জগন্নাথ,বলরাম আর সুভদ্রাকে নিয়ে এই দিন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় শিশুদের। এ যেন এক অনাবিল আনন্দ।

তবে আপনার পরিবারের ছোট সদস্যের জন্য যদি এখনও রথ না কেনা হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি কিনে ফেলুন। কারণ রথ শুধু কিনলেই হবে না, সুন্দর করে তাকে সাজাতেও হবে। আপনার মাথায় যদি কোনও ক্রিয়েটিভ আইডিয়া না এসে থাকে এখনও পর্যন্ত, তাহলে আপনার জন্য রইল বেশ কিছু সহজ টিপস, যা কাজে লাগিয়ে আপনি এক রাতের মধ্যে আপনার খুদে সদস্যের রথ সাজিয়ে তুলতে পারেন সুন্দর করে।

(আরও পড়ুন: নিয়মিত পাতে রাখুন এই ৪ ফল, ঝলমল করবে আপনার ত্বক)

কীভাবে সাজাবেন খুদে সদস্যদের রথ? 

১) বাড়িতে যদি পুরনো কাগজ বা রঙিন কার্ড থাকে, তাহলে রথের ধাপ গুলি চারিদিকে রোলিং-এর মত কেটে সেগুলি ভালো করে বসিয়ে দিন আঠা দিয়ে।

২) কার্ডের মধ্যে কোনও সুন্দর ধাতব অংশ যদি থাকে, তাহলে তাতে রঙিন কাগজ ত্রিকোণ করে কেটে বা দেশলাই কাঠি জুড়ে দিয়ে ধ্বজার আকারে লাগিয়ে দিন রথের মাথায়।

৩) বাড়িতে যদি গাছপালা থাকে তাহলে কিছু ফুল এবং পাতা তুলে নিয়ে আসুন। ফুল এবং পাতাগুলিকে ব্যবহার করে রথের চারদিক ভালো করে সাজিয়ে তুলুন।

(আরও পড়ুন: হৃতিক-দীপিকা বা রণবীর-আলিয়া, অনস্ক্রিন জুটি হিসাবে মন জয় করতে পারেননি যাঁরা)

৪) সবশেষে রথের মধ্যে রাখুন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে। সামনে রাখুন জল এবং মিষ্টি।

৫) সবশেষে ছোট ছোট ব্যাটারি দেওয়া টুনি লাইট লাগিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন রথটিকে।

প্রসঙ্গত, আপনার বাড়ির খুদে সদস্য যদি একটু বড় হয় তাহলে তাকে সঙ্গে নিয়েই রথ সাজাতে পারেন। যদি একটি ছোট হয় তাহলে রাতে সে ঘুমিয়ে পড়লে সুন্দর করে রথটা সাজিয়ে ফেলুন, যাতে ঘুম থেকে উঠেই এত সুন্দর সাজানো রথ দেখে সে চমকে যায়।