International Chess Day: FIDE – এর উদ্যোগে পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস, জানেন এই দিনটির ইতিহাস কী

দাবা খেলাটি হলো এমন একটি বুদ্ধির খেলা, যার উৎপত্তি ভারতে। বহু প্রাচীনকাল থেকে এই খেলাটি খেলা হয়ে থাকে। কখনও ‘পাশা’ নামে, কখনও ‘দাবা’ নামে এই খেলাটি পরিচিত হয়েছে। কৌশলগত চিন্তাভাবনা বৃদ্ধি করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো দাবা। দাবার মাধ্যমে যাতে জ্ঞানের দক্ষতা আরও বেশি বাড়ানো যায়, সেই উদ্দেশ্যেই প্রতি বছর পালন করা হয় বিশ্ব দাবা দিবস।

কবে পালন করা হয় বিশ্ব দাবা দিবস? 

 

প্রতি বছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি শনিবার পালন করা হবে।

আন্তর্জাতিক দাবা দিবসের ইতিহাস 

 

আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে গুপ্ত রাজবংশের সময় ভারতে প্রথম এই খেলাটির উদ্ভব হয়। প্রাথমিকভাবে এই খেলাটি ‘চতুরঙ্গ’ নামে পরিচিত ছিল। দাবার এই প্রাচীন সংস্করণটি পারস্য সহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সেই সমস্ত জায়গায় এটি ‘শতরঞ্জ’ নামে পরিচিত হয়।

(আরও পড়ুন: খালি পেটে খেতে থাকুন তুলসী পাতা, এই ৫টি দারুণ উপকার পাবেন)

UNESCO দ্বারা আন্তর্জাতিক দাবা দিবসের ধারণাটি প্রথম প্রস্তাবিত হয়েছিল। পরবর্তীকালে ১৯৬৬ সালে FIDE দ্বারা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের প্রস্তাবটি। অবশেষে ১৯৬৭ সাল থেকে প্রতিবছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়।

আন্তর্জাতিক দাবা দিবসের তাৎপর্য 

 

আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন করার তাৎপর্য হলো এই খেলাটিকে বৃহত্তর জনসাধারণের মাঝে তাৎপর্যপূর্ণ করে তোলা। গবেষণায় দেখা যায়, এই খেলাটি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের স্মৃতিশক্তি, একাগ্রতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা উন্নতি করে। শিশুদের মানসিক বিকাশ ঘটানোর জন্য এই দাবা খেলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক দাবা দিবসের উদ্দেশ্য 

 

এই দিনটি পালন করার লক্ষ্য হল, গ্র্যান্ড মাস্টার থেকে শুরু করে নবীন, এই সকল স্তরের দাবা খেলোয়াড়দের একত্রিত করা এবং বিশ্বব্যাপী দাবা খেলা শেখাকে উৎসাহিত করা।

(আরও পড়ুন: শেভিং করে ত্বককে মসৃণ রাখেন সব সময়? কিন্তু এই লোম কামিয়ে ফেলার ফলে কী হয় জানেন)

আপনি কীভাবে পালন করবেন আন্তর্জাতিক দাবা দিবস? 

 

আপনি আপনার পরিচিত এলাকায় একটি দাবা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে পারেন। সকলের মধ্যে দাবা খেলার উপকারিতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দাবা খেলায় সকলকে উৎসাহিত করতে পারেন। এইভাবে আপনি পালন করতে পারেন ‘আন্তর্জাতিক দাবা দিবস’।