15000 Indians in Bangladesh: কুমিল্লার মেডিক্যাল কলেজের ১২৭ ভারতীয় পড়ুয়াকে নিয়ে উদ্বেগ, এদেশের কতজন এখনও বাংলাদেশে?

পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে গতকাল ২৬০ জন ভারতীয় প্রবেশ করেছেন এদেশে। ওদিকে মেঘালয় দিয়েও ভারতীয়দের দেশে ফেরার চেষ্টা জারি আছে। এই আবহে এখনও পর্যন্ত মেঘালয়ের দকি চেকপোস্ট দিয়ে ৪০৫ জন ভারতীয় পড়ুয়া এদেশে ফিরেছেন বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ফিরে আসা সেই সব পড়ুয়াদের মধ্যে ৮০ জন মেঘালয়ের বলে জানা গিয়েছে। এদিকে এরই মাঝে ইস্টার্ন মেডিক্যাল কলেজ নামক এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কনরাড। জানা গিয়েছে কুমিল্লায় অবস্থিত এই কলেজে ১২৭ জন ভরতীয় পড়াশোনা করেন। এই কলেজের ক্যাম্পাস চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। রিপোর্ট অনুযায়ী, এই পড়ুয়ারা সোনামুড়া সীমান্ত হয়ে আগরতলা দিয়ে ভারতে ফেরার চেষ্টা করছেন। এর জন্যে সেই ভারতীয় পড়ুয়ারা বাস ভাড়া করেছেন ক্যাম্পাস থেকে সীমান্ত পর্যন্ত যাওয়ার জন্যে। (আরও পড়ুন: বাংলাদেশ থেকে দেশে ফিরলেন আরও ২৬০ ভারতীয়, ট্যাক্সি কনভয়ে এপার বাংলায় ৮০ পড়ুয়া)

আরও পড়ুন: JECA, JELET-এর রেসপন্স শিট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড,‘বদলানো’ যাবে জবাব

আরও পড়ুন: নাম-রোল অনুযায়ী প্রিলিমসের ফল বের করল UPSC,পাশ করা পরীক্ষার্থীদের রেজাল্ট দেখুন

এর আগে বৃহস্পতিবার মেঘালয় সীমান্ত দিয়ে ২০২ জন ভারতীয় প্রবেশ করেছিল এদেশে। নেপালেরও শতাধিক পড়ুয়া মেঘালয় দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় থাকে শুক্রবারও। এই আবহে এখনও পর্যন্ত মেঘালয় দিয়েই ৪০৫ জন ভারতীয় নিজের দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে। এছাড়া ভুটানের বহু পড়ুয়াও বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে ঢুকেছেন ভারতে। এই আবহে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ‘বাংলাদেশে পড়াশোনা করা সব পড়ুয়ার মা-বাবাদের প্রতি আমাদের আবেদন, আমরা ওই দেশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রেখেছি।’ (আরও পড়ুন: ২১ জুলাই শিয়ালদা ডিভিশনে বহু লোকল ট্রেন বাতিলের ঘোষণা? মুখ খুলল রেল)

আরও পড়ুন: জরুরি অবতরণের পর রাশিয়ায় আটকে পড়েন ২২৫ বিমান যাত্রী, এরপর কী করল এয়ার ইন্ডিয়া?

এদিকে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় বজায় রেখেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। জানানো হয়েছে, গেদে-দর্শনা, বেনাপোল-পেট্রাপোল এবং ওদিকে আখাউড়া-আগরতলা সীমান্ত ভারতীয়দের জন্যে খোলা থাকবে। বিএসএফ এবং ইমিগ্রেশনের সঙ্গে হাইকমিশন এই নিয়ে লাগাতার যোগাযোগ রেখে চলেছে। জানা গিয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৫ হাজার ভারতীয় আছেন। তাঁদের মধ্যে ৮৫০০ জন পড়ুয়া।

আরও পড়ুন: মমতার ক্যাবিনেটে বড়সড় রদবদল, রাজভবনে ফাইল পাঠিয়েছে নবান্ন, কারা হচ্ছেন মন্ত্রী

এই আবহে শুক্রবার ২৬০ জন ভারতীয় পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরেছেন। এছাড়াও শুক্রবার আরও ১৩ জন নেপালিও ভারতে এসেছেন বাংলাদেশ থেকে। জানা গিয়েছে, গতকাল বাংলাদেশ থেকে ভারতে ফেরা ভারতীয়দের মধ্যে ১২৫ জনই পড়ুয়া ছিলেন। গেদে সীমান্ত দিয়ে ঢুকেছেন তাঁরা।