নরেন্দ্রপুর থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে রয়েছে জঙ্গিদের যোগ?

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ভাড়াবাড়ি থেকে সোমবার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের গ্রেফতারিতে পাচারচক্র ও জঙ্গিযোগ নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে। ধৃতরা কী উদ্দেশে নরেন্দ্রপুরে ডেরা বেঁধেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে JMB যোগের সম্ভাবনাও।

গত মাসেই রাজ্যে ধরা পড়েছে একের পর এক জেএমবি জঙ্গি। তার পরই নরেন্দ্রপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ায় নড়ে চড়ে বসেছেন পুলিশকর্তারা। কী উদ্দেশে ওই ৩ বাংলাদেশি অনুপ্রবেশ করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মিজান শেখ বাংলাদেশের রাজবাড়ি জেলার পানসা থানা এলাকার কসবা বাজার এলাকার বাসিন্দা, রাহুল শেখ নামে আরেক ধৃত পাবনার হেমায়েতপুরের বাসিন্দা। এরা বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর অবৈধ উপায়ে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করেছে। এছাড়া রাহুল শেখ নামে ধৃত আরেক যুবক ৪ বছর আগে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে। নদিয়ার নাকাশিপাড়ায় বসবাস করছিল সে। সেখানে ভুয়ো নথিও বানিয়ে ফেলেছিল ওই যুবক। কিন্তু কেন তারা কলকাতার কাছে ঘাঁটি গাড়তে গেল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পাচারচক্র বা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকতে পারে এই যুবকদের। সম্প্রতি আনন্দপুরে বাংলাদেশি যুবকদের চাকরি দেওয়া নামে প্রতারণাচক্রের সন্ধান পাওয়া গিয়েছিল। তার পর ফের সেরকমই কোনও চক্র গড়ে তুলতে এই যুবকরা ভারতে ঢুকেছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।

এছাড়া এই যুবকদের সঙ্গে জঙ্গি সংগঠনের কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে কলকাতা শহরের কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় সতর্ক করা হয়েছে থানাগুলিকে।