Paris Olympics 2024 Preeti Pawar wins her round of 64 boxing bout advances to next round

প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) প্রথম দিনের খেলার শেষ লগ্নে ভারতের বড় সাফল্য। দুরন্ত জয়ে পরবর্তী রাউন্ডে নিজের জায়গা পাকা করে নিলেন প্রীতি পাওয়ার (Preeti Pawar)। ভিয়েতনামের ভো থি কিম অ্যানকে হারিয়ে রাউন্ড অফ ১৬-তে পৌঁছলেন ভারতীয় বক্সার।

প্রথম রাউন্ড শেষে কিন্তু কিম অ্যানই এগিয়ে গিয়েছিলেন। বিচারককে তাঁর পক্ষেই ৩-২ স্পিল্ট সিদ্ধান্ত দেন। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েননি প্রীতি। নিজের প্রথম অলিম্পিক্স গেমসের প্রথম ম্যাচের পরবর্তী দুই রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজের নামে করেন তিনি। প্রীতি পাওয়ার কলম্বিয়ার ইয়ানি আরিয়াসের বিরুদ্ধে নিজের পরবর্তী রাউন্ডের ম্যাচে বক্সিং রিংয়ে নামবেন। 

 

 

অলিম্পিক্সের প্রথম দিন বেশ কয়েকজন ভারতীয় অ্যাথলিট জয় দিয়ে নিজেদের সফর শুরু করলেন। প্যাডলার হরমীত দেশাই যেমন একেবারে স্ট্রেট গেমে দুরন্ত জয় পেলেন। জর্ডনের জাইদ আবো ইয়ামানকে ১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে পরাজিত করে টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এ পৌঁছে গেলেন হরমীত। ৩১ বছর বয়সি প্য়াডলার রবিবার ফ্রান্সের ফেলিক্স লেব্রানের বিরুদ্ধে কোর্টে নামবেন। 

হরমীত মাত্র ছয় মিনিটে নাগাড়ে পাঁচ পয়েন্ট জিতে প্রথম গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমে লড়াইটা আরও হাড্ডাহাড্ডি হয়। তবে নিজের সার্ভে পয়েন্ট জিতে সেই গেমও পকেটে পোড়েন ভারতীয় তারকা। পরের দুই রাউন্ডেও তাঁর দুরন্ত পারফরম্যান্স অব্যাহত থাকে। যথাক্রমে সাত ও ছয় মিনিটে পরের দুই গেম জিতে নিয়ে ম্যাচ জিতে নেন ভারতীয় প্যাডলার। দুরন্ত সার্ভিস গেমই তাঁর দুরন্ত জয়ের ভিত গড়ে দেয়। 

অপরদিকে, তারকা শাটলার লক্ষ্য সেনও জয় দিয়ে প্যারিস অভিযান শুরু করেন। পুরুষদের সিঙ্গলস বিভাগে লক্ষ্য জয় ছিনিয়ে নিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। মাত্র ৪২ মিনিটেই ম্যাচ জিতে যান তরুণ তুর্কি। ২৯ তারিখ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে দেখা যাবে লক্ষ্য সেনকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সাফল্য বদলেছে জীবন, বেড়েছে ব্যস্ততা, অলিম্পিক্সে কি বাজিমাত করতে পারবেন লভলিনা ? 

আরও দেখুন