Suvendu Adhikari: BJPকে ভোট দিলে শেষকৃত্যে অংশগ্রহণ করবেন না বলে মুসলিমদের হুমকি দিয়েছেন ইমামরা

সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি জানিয়ে বিজেপিতে ঝড় তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য নিয়ে দলের ভিতরে ও বাইরে আলোচনা থামছেই না। এরই মধ্যে কেন তিনি এমন দাবি তুলেছেন তা খোলসা করলেন শুভেন্দুবাবু নিজে। বললেন, মুসলমানরা যদি বিজেপিকে হিন্দুদের দল বলে দাগিয়ে দেয় তাহলে আমি হিন্দু ভোট চাইলে দোষ কোথায়?

আরও পড়ুন – শিলমোহর কেন্দ্রের তত্ত্বেই? কলকাতায় ফিরে মমতার মুখ থেকে গায়েব ‘মাইক’

পড়তে থাকুন – রাজ্যের বিরুদ্ধে পালটা বঞ্চনা ও অসৌজন্যের অভিযোগ বিধানসভায় ধরনায় বসবেন শংকর ঘোষ

 

শনিবার তমলুকে এক দলীয় সভায় শুভেন্দুবাবু বলেন, ‘এই নির্বাচনে বিজেপি মুসলিম ভোট পায়নি। হাতে গোনা দু-একজন ছাড়া মুসলিমরা বিজেপিকে ভোট দেননি। কারণ তাদের ২১ সালে বোঝানো হয়েছিল CAA মানে NRC. আর NRC মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে, এইবার ৪০০ পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে না কি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার ওপারে ফেলে দিয়ে আসব।’

শুভেন্দুবাবুর চাঞ্চল্যকর অভিযোগ, ‘আমাদের কোনও পুরোহিত বলেননি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে ঢুকতে দেব না। ইমাম বাবুরা বলেছেন, যে ভোট যদি বিজেপিকে দেও তাহলে তোমার বাড়ির কেউ মারা গেলে আমি নমাজ পড়াতে যাব না। আর তুমি মসজিদে যাবে না।’

এর পরই সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাবি তিনি কেন জানিয়েছেন তার ব্যাখ্যা করেন শুভেন্দুবাবু। বলেন, ‘আমরা তো বিকাশবাদের ওপর নির্বাচন লড়েছি। আমরা তো হিন্দু মুসলমান করিনি। তার পরেও ফল যা এসেছে তাতে মুসলিম ভোট নেই বললেই চলে। তৃণমূলের ভোটে ৯৫ শতাংশ মুসলিম ভোট আছে। নন্দীগ্রামে ৪০০০ ভোট পাব ভেবেছিলাম। কিন্তু পেয়েছি ১৭০০ ভোট। তার মানে নন্দীগ্রামে সংখ্যালঘু মোর্চার সদস্যদের বাড়ির লোকেরাও বিজেপিকে ভোট দেননি। এটা কেন হল? আমাকে সংখ্যালঘু মোর্চার সভাপতি বলেছেন, বিজেপি সমর্থক পরিবারগুলিকে ডেকে ইমাম সাহেব বলেছেন, তোমাদের তিন জনের পরিবারের সদস্য সংখ্যা যত, তার থেকে বেশি ভোট যদি এই বুথে বিজেপি পায় তাহলে তোমাদের মসজিদে ঢোকা বন্ধ। আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া ও নমাজের কাজ বন্ধ।’

আরও পড়ুন – বৈঠক থেকে পালাতে মাইককে শিখণ্ডি করছেন মমতা, মুখ্যমন্ত্রীকে পালটা সীতারামনের

নিজের দাবির সমর্থনে সুর চড়িয়ে বিরোধী দলনেতার প্রশ্ন, ‘ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। ৯৫ শতাংশ ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আরও ৫ শতাংশ হিন্দুকে বিজেপিতে এনে সরকার গড়তে হবে ভুলটা কোথায় আপনি বলুন?’