Congress MP Gourav Gogoi: লোকসভায় হুমকিপূর্ণ বক্তব্য মন্ত্রীদের, অভিযোগ তুলে বিড়লাকে চিঠি কংগ্রেসেরগৌরবের

লোকসভায় কংগ্রেসের উপ দলনেতা গৌরব গগৈ শাসক দলের সাংসদদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বিরুদ্ধে অসংসদীয় আচরণ এবং হুমকিপূর্ণ বক্তব্য রাখার অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ। এই চিঠিতে কংগ্রেস নেতা তিনজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁরা হলেন – রাজীব রঞ্জন সিং ওরফে লল্লান সিং, রবনীত সিং বিট্টু এবং নিশিকান্ত দুবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে স্পিকারের কাছে দাবি জানিয়েছেন গৌরব।

আরও পড়ুন: বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ, উঠে এলো চাঞ্চল্যকর কাহিনী

অসমের জোড়হাটের কংগ্রেস সাংসদ ওম বিড়লাকে লেখা একটি চিঠিতে এই সাংসদদের বিরুদ্ধে লোকসভায় তাঁদের আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘প্রায়ই কেন্দ্র সরকারের মন্ত্রীরা নিজেরাই সংসদ বিরোধী, আপত্তিকর ও হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন।’

জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী লল্লান সিংয়ের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি বলেন, বাদল অধিবেশন চলাকালীন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিয়েছিলেন জেডিইউ সাংসদ।

এছাড়াও তিনি বিজেপি নেতা এবং মন্ত্রী রবনীত সিং বিট্টুর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ করেছেন। গৌরব বলেন, ২৫ জুলাই কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীকে উল্লেখ করে বিট্টু অসংসদীয় ভাষা ব্যবহার করেছিলেন। একইসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভাষা ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি।

গত ২৫ জুলাই লোকসভায় নিশিকান্ত দুবের দেওয়া বক্তব্যকে সাম্প্রদায়িক ভাষা বলে  অভিহিত করেছেন কংগ্রেস নেতা। এই বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ। তাই অবিলম্বে লোকসভা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।

লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে গৌরব গগৈ বলেছেন, যে মতভেদের কারণে কাউকে অসম্মান করা উচিত নয়। তিনি ওম বিড়লাকে লোকসভার ভিতরে আচরণবিধি বজায় রাখার দাবি জানান। গগৈ বলেছেন, ক্ষমতায় থাকা দল বা বিরোধীদের কোনও সদস্য সংসদের নিয়ম লঙ্ঘন করতে পারেন না। এই তিনজনের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।