paris olympics 2024 indian athletes performance shooting badminton hockey 29th july full story

১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করেও শেষরক্ষা করতে পারলেন না রমিতা জিন্দাল। সপ্তম স্থান পেলেন তিনি। ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার।

টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।

টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।

এর আগে রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।

এর আগে রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।

মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান পেলেন। ৩০ জুলাই, মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচ খেলবেন মনু ও সর্বজ্যোৎ।

মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান পেলেন। ৩০ জুলাই, মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচ খেলবেন মনু ও সর্বজ্যোৎ।

সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে অর্জুন বাবুতাও শুরুটা ভাল করলেও পদক আনতে পারলেন না। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। ২০৮.৪ পয়েন্টে স্কোর করতে পারলেন তিনি।

সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে অর্জুন বাবুতাও শুরুটা ভাল করলেও পদক আনতে পারলেন না। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। ২০৮.৪ পয়েন্টে স্কোর করতে পারলেন তিনি।

ব্যাডমিন্টনে ফের জয় লক্ষ্য সেনের। বেলিজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার। গ্রুপের ম্য়াচে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর ফল ২১-১৯, ২১-১৬।

ব্যাডমিন্টনে ফের জয় লক্ষ্য সেনের। বেলিজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার। গ্রুপের ম্য়াচে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর ফল ২১-১৯, ২১-১৬।

প্রথম ম্য়াচে নিউজ্ল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে হরমনপ্রীতরা আটকে গেলেন আর্জেন্তিনার বিরুদ্ধে। ১-১ ড্র করে ভারতীয় হকি দল।

প্রথম ম্য়াচে নিউজ্ল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে হরমনপ্রীতরা আটকে গেলেন আর্জেন্তিনার বিরুদ্ধে। ১-১ ড্র করে ভারতীয় হকি দল।

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয় পেলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। প্রতিপক্ষদের

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয় পেলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। প্রতিপক্ষদের

Published at : 29 Jul 2024 10:45 PM (IST)

আরও জানুন খেলা

আরও দেখুন