champions trophy 2025 india vs Pakistan Tanvir ahmed challenges Harbhajan singh once again

করাচি: আগামী বছর পাকিস্তানের (Pakistan) মাটিতে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। কিন্তু সেই টুর্নামেন্টে আদৌ ভারত খেলতে যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। এই ইস্যু নিয়ে বিসিসিআই ও পিসিবির মধ্যে তু তু ম্যা ম্য়া চলছেই। কিন্তু এর মধ্যেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে না আসার ইস্যু নিয়ে হরভজন সিংহকে হুমকি দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার তনভীর আহমেদ (Tanvir Ahmed)। 

২০০৮ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ আর খেলেনি দুটো দেশ। মুম্বই সন্ত্রাস হামলার পর থেকে ভারত সরকার পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সফরে অনুমতি দেয়না আর। এমনকী বর্তমানে দু দেশের পারস্পরিক সম্পর্কও বেশ তলানিতে। এই পরিস্থিতিতে শুধুমাত্র আইসিসি ইভেন্টেই একমাত্র দুই দেশ মুখোমুখি হয়। তবে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে এসেছিল। এবার সেই ইস্যু টেনেই হরভজনকে খোঁচা দিয়েছেন প্রাক্তন পাক পেসার তনভীর আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোর্ডের সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল না পাঠানো নিয়ে মুখ খুলেছিলেন হরভজন সিংহ। এবার নিজের সোশ্য়াল মিডিয়ায় নিজেদের সিংহের সঙ্গে তুলনা করে তনভীর বলেন, ”আমরা সিংহ, আমরা আসলেই সিংহের মত। আমরা তোমাদের দেশে এসে খেলেছি। একবার এসে তো দেখাও। আমরা তো বারবার বলছি যে ভারতীয় দলের জন্য নিরাপত্তা দেওয়া হবে সঠিক। সবরকমভাবে সাহায্য করা হবে।”

 

গত বছর এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল। যদি আগামী বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হয়, সেক্ষেত্রে সেমিফাইনাল ও ফাইনাল ম্য়াচে পাকিস্তান থেকে সরতে পারে। এখনও পর্যন্ত যে সূচি তাতে ভারত, পাকিস্তান, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ রয়েছে গ্রুপ এ-তে। অস্ট্রেলিা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ বি-তে। ১৯৯৬ সালে সহ আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম কোনও টুর্নামেন্ট হতে চলেছে আইসিসির। যা এককভাবে আয়োজন করার কথা ছিল পিসিবির। কিন্তু সেক্ষেত্রে ভারত পাকিস্তানে খেলতে না গেলে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর কতটা জৌলুস হারাবে, সেটাই দেখার।

আরও দেখুন