Trains cancelled due to train accident: হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় মৃত ২, আহত ২০, বাতিল একাধিক ট্রেন, রইল পুরো তালিকা

হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হল। আহত হলেন কমপক্ষে ২০ জন। আর সেই দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হল। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাপথও। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে কমপক্ষে পাঁচটি এক্সপ্রেস বা মেমু বা মেমু এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে কমপক্ষে তিনটি ট্রেনের যাত্রাপথ। কমপক্ষে আটটি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আপাতত একটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে একটি ট্রেনের। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) ২২৮৬১ ইস্পাত এক্সপ্রেস।

২) ০৮০১৫: খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল।

৩) ১৮০১৯: ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস।

৪) ১২০২১/১২০২২: হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

৫) ১৩৫১২/১৩৫১১: আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস।

আরও পড়ুন: India planning train through Nepal: বাংলা থেকে নেপাল হয়ে ট্রেন যাবে বিহারে, শিলিগুড়ি করিডর এড়াতে রেললাইনের প্ল্যান

কোন কোন ট্রেনের রুট পালটানো হয়েছে?

১) ১২২৬২ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দুরন্ত এক্সপ্রেস: আজ হাওড়া থেকে যে ট্রেন ছাড়বে, তা খড়্গপুর-ভদ্রক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে কোন কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, পূর্ব রেলের তরফে কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কোন ট্রেনের রুট পালটে দেওয়া হয়েছে, তা দেখে নিন –

 

 

দক্ষিণ-পূর্ব রেলের কোন কোন ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হল? দেখে নিন তালিকা।

হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনা

রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুর মধ্যে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস (ভায়া নাগপুর) লাইনচ্যুত হয়ে গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেসে মোট ২২টি কামরা ছিল। কমপক্ষে ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। সেগুলির মধ্যে ১৬ টি যাত্রীবাহী কামরা ছিল। একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রিকারও লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র।

আরও পড়ুন: Rail Projects in WB and investment: ‘জমি দিক, আরও টাকা পাবে’, বাংলায় রেলের ৬০১৬৮ কোটি লগ্নি, কোন ১০০ স্টেশনে উন্নয়ন?

সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, যেখানে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনা ঘটেছে, তার কাছেই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছে। একইসঙ্গে দুটি দুর্ঘটনা ঘটেছে কিনা, তা স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে যে দুর্ঘটনার মুখে পড়েছে হাওড়া-মুম্বই মেল এবং একটি মালগাড়ি। আপাতত উদ্ধারকাজ চলছে। ঠিক কতজন আহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Landslides in Kerala’s Wayanad: কেরলের ওয়েনাড়ের অনেক জায়গায় ধস, কয়েকশো আটকে থাকার আশঙ্কা, মৃত ১ বছরের শিশু-সহ ৫