শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নীলফামারীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৭ জুলাই) এ ঘটনায় বিচার চেয়ে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, জন্মনিবন্ধনের ভুল সংশোধন করতে ওই শিক্ষার্থীকে তার দাদাবাড়ি থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডে নিয়ে যাওয়ার কথা বলে বের হন পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হৃষিকেশ রায়। কিন্তু তাকে (শিক্ষার্থী) নিয়ে যাওয়া হয় দিনাজপুর জেলার কান্তজিউর মন্দিরে। পরে ওই শিক্ষার্থীকে মন্দিরের ভেতর প্রবেশ করতে বলেন। এ সময় সে মন্দিরে ঢুকতে না চাইলে তাকে জোরজবরদস্তি করেন হৃষিকেশ রায়।

এ ছাড়াও ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে তাকে তার দাদাবাড়ির সামনে রেখে চলে যায় অভিযুক্ত ওই শিক্ষক। পরে ওই ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হৃষিকেশ রায়ের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবকসহ ভুক্তভোগীর পরিবার।

মানববন্ধনে বক্তারা হৃষিকেশ রায়ের বিচার চেয়ে বলেন, ‘একজন বাবা তার সন্তানকে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিরাপদ ভেবেই পাঠান। কিন্তু শিক্ষক যখন এমন চরিত্রের অধিকারী হয় সেই প্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থীই নিরাপদ নয়। আমরা এরকম চরিত্রহীন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’