African woman dances to Indian song: কোরিয়ান বিয়েতে আফ্রিকান মহিলার নাচ ভারতীয় গানে, ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শিল্প মানে না কোনও জাত, পাত ধর্ম। মহাদেশ তথা মহাসমুদ্র পেরিয়ে শিল্পের গ্রহণযোগ্যতা সর্বত্র। এই কথাটির আরও একবার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। কীভাবে একজন আফ্রিকান মহিলা তাঁর কোরিয়ান বন্ধুর বিয়েতে ভারতীয় নাচের তালে তালে তাল মেলালেন, সেই দৃশ্যই দেখা গেল ভিডিয়োয়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা তাঁর কোরিয়ান বন্ধুর বিয়েতে যোগ দিতে এসেছেন। যে মহিলাকে দেখা যাচ্ছে সেই মহিলা হলেন একজন আফ্রিকান মহিলা। একটি পিংক কালারের লেহেঙ্গা পরে তিনি যোগ দিতে এসেছেন সুদূর জিবুতি থেকে।

(আরও পড়ুন: এবার টাইগার সাফারি করা যাবে ঝাড়গ্রামে! জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক নিয়ে বিরাট চমক বন দফতরের)

২০২৩ সালে তোলা এই ভিডিয়োটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যিনি পোস্ট করেছেন তাঁর নাম সারাহ সাইদ। তিনি একজন ট্রাভেল ব্লগার। ভিডিয়োয় দেখা যায়, সারাহ লুক ছুপনা যাও জি, গানের তালে তালে নাচ করছেন এবং উপস্থিত সকলে করতালি দিয়ে তাঁকে উৎসাহিত করছেন।

ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি কর্ম ক্ষেত্রে হেনার সঙ্গে পরিচিত হয়েছি। কর্ম ক্ষেত্রে পরিচিত হলেও ধীরে ধীরে আমরা বন্ধু তথা বোন হয়ে উঠেছি। ও আমাকে যখন বলেছিল ওর বিয়ে হতে চলেছে, তখন আক্ষরিক অর্থেই আমি ভীষণভাবে আনন্দ পেয়েছিলাম।’

তিনি আরও লেখেন, ‘প্রথম থেকেই হেনার বিয়েতে হিন্দি গানের তালে তালে নাচ করব ঠিক করে রেখেছিলাম। হিন্দি গানে নাচ করার অন্যতম কারণ হলো, হিন্দি গান এমন একটি সংগীত যার তালে তালে আত্মবিশ্বাসের সঙ্গে নাচ করা যায়।’ ভিডিয়োটি ইতিমধ্যেই এই ১.৮ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রায় ৫,২০০ জন।

(আরও পড়ুন: আজই কিনুন পুজোর নতুন জুতো, দাম বাড়তে পারে ১ অগস্ট থেকে! কারণ কী)

ভিডিয়োয় একজন Instagram ব্যবহারকারী লিখেছেন, ‘আমি তোমার আত্মবিশ্বাসকে সাধুবাদ জানাই।’ অন্য একজন লিখেছেন, ‘আপনার আত্মবিশ্বাস সত্যি চমকে দেওয়ার মতো।’ আবার একজন লিখেছেন, ‘সত্যি সংগীত সকলকে একসঙ্গে মিলিয়ে দেয়।’ আবার একজন লিখেছেন, ‘আপনি একজন অসামান্য নৃত্যশিল্পী।’