Hardik Pandya Gautam Gambhir full of praise for Suryakumar Yadav led Indian team as they beat Sri Lanka in t2o series

পাল্লেকেলে: শ্রীলঙ্কা বনাম ভারতের (IND vs SL) টি-টোয়েন্টি সিরিজ়ের দিকে সকলেরই নজর ছিল। কারণ এই সিরিজ়ের মাধ্যমেই গুরু গম্ভীর ও অধিনায়ক সূর্য-জমানার সূচনা ঘটেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত, বিরাট ছাড়া টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে, সেই দিকে ছিল নজর। প্রথম দুই ম্যাচ জিতে সহজেই সিরিজ় নিজেদের নামে করেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়াই করে। তবে দাঁতে দাঁত চেপে হার না মানা নাছোড় মনোভাবেই সুপার ওভারে ম্যাচ জেতে ভারতীয় দল।

ম্যাচ শেষে দলের লড়াকু মানসিকতাকে প্রশংসা ভরালেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এক ভিডিওতে গম্ভীরকে ভারতীয় সাজঘরে বলতে শোনা যায়, ‘দুরন্ত এক সিরিজ় জয়ের জন্য সকলকে এবং বিশেষ করে সূর্যকে অনেক অভিনন্দন। দুরন্ত অধিনায়কত্ব তো করেইছ, কিন্তু ব্যাট হাতে তোমার অবদান আরও গুরুত্বপূর্ণ ছিল। আমি ম্যাচের আগে তোমাদের থেকে যা চেয়েছিলাম, মাঠে তোমার করে দেখিয়েছ। যখন আমরা হাল না ছেড়ে লড়াই করি, তখন এমনটাই হয়।’

গম্ভীর এরপরেই যে তারকারা ওয়ান ডে সিরিজ়ে নেই, তাঁদের জন্য় বিশেষ করে বার্তা দেন যাতে তাঁরা নিজেদের ফিটনেস বজায় রাখেন। তারপরেই ডেকে নেন হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। হার্দিকের এই সিরিজ়ে অধিনায়ক বা সহ-অধিনায়ক না হওয়া নিয়ে কম জল্পনা হয়নি। তবে সিরিজ় জয়ের পর গোটা দলকে একজন নেতার মতো তিনি শুভেচ্ছাবার্তা দিলেন বটে। 

কঠিন পিচে বিশেষত লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানের প্রশংসা করেন তিনি। ‘এই পিচে প্রথমে ব্যাটিং করাটা খুবই কঠিন ছিল। শুরুতে পরপর উইকেট হারানোর পর শুভমন এবং রিয়ান যেভাবে ব্যাট করে তা অনবদ্য। পরিস্থিতি অনুযায়ী খেলার কথা সবসময়ই বলা হয়, তোমরা তখন ঠিক সেটাই করে দেখিয়েছ। আমি তো সবসময় বলি আমাদের লোয়ার অর্ডার ব্যাটারদের রান করা খুব গুরুত্বপূর্ণ। আমার মতে ওয়াশিংটনের ইনিংস এবং বিষ্ণোইয়ের ওই আট রান ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’ বলেন হার্দিক।

এরপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। ১ লা অগাস্ট থেকে শুরু হওয়া সেই সিরিজ়ে কিন্তু রোহিত, বিরাট, রাহুল, শ্রেয়সরা খেলবেন। তাই এবার সেইদিকেই সকলের নজর থাকবে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘ফিনিশার’ রিঙ্কুর অনবদ্য বোলিংয়ে ঘুরল ম্যাচ! ডাগ আউটে গম্ভীরের হাসিতে মজল নেটপাড়া 

আরও দেখুন