Controversy over Nayantara’s post: নয়নতারার পোস্ট ঘিরে তৈরি বিতর্ক, পরিস্থিতি সামলাতে এই কাজ করলেন অভিনেত্রী

নয়নতারা, যাকে এক কথায় বলা হয় লেডিস সুপারস্টার। খুব সম্ভবত শ্রীদেবীর পর নয়নতারাই হলেন সেই অভিনেত্রী, যাকে ‘লেডিস সুপারস্টার’ বলা হয়। কিন্তু সম্প্রতি এই অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, যার ফলে এই কাজ করতে বাধ্য হলেন তিনি।

নয়নতারা সোশ্যাল মিডিয়ায় হিবিস্কাস চায়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি এই পানীয়টিকে ডায়াবিটিস থেকে শুরু করে ব্রণ পর্যন্ত, সবকিছুর সমস্যা সমাধানের অন্যতম চাবিকাঠি বলে অভিহিত করেছিলেন। কিন্তু এই পোস্ট দেখার পর হেপোটোলিজট সাইরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত, তিনি এই পোষ্টের বিরোধিতা করেন।

(আরও পড়ুন: বাড়ি না সিনেমা হল? সঞ্জয় দত্তের ৬৫তম জন্মদিনে দেখুন তাঁর বাড়ির অন্দরের ঝলক)

নয়নতারা যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন, ‘হিবিস্কাস চা একটি অন্যতম প্রিয় চা হতে চলেছে সকলের। বহু আগে থেকে আয়ুর্বেদে এই চায়ের ব্যবহার হয়ে আসছে। এই চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ডায়াবিটিস, উচ্চ কোলেস্টরেল, উচ্চ রক্তচাপ এবং হার্ট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান করে। শুধু তাই নয়, এটি ত্বকের ব্রণ, ফোড়া ঠিক করতেও দুর্দান্ত।’

নয়নতারা আরও লেখেন, ‘হিবিস্কাস চা বর্ষা ঋতুর জন্য দুর্দান্ত কারণ এটির মধ্যে থাকা ভিটামিন আমাদের ইমিউন সিস্টেমকে রক্ষা করে। এটির মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সিজন চেঞ্জ-এর অসুখ থেকে আমাদের রক্ষা করে। যারা এই চায়ের রেসিপি জানতে চান তারা @munmun.ganeriwal – এর সাথে কথা বলতে পারেন।’

নয়ন তারার এই পোস্ট লক্ষ লক্ষ অনুগামীদের বিভ্রান্ত করেছে বলে দাবি করেন দ্য লিভার ডক। তিনি টুইটারে লেখেন, ‘অভিনেত্রী যদি হিবিস্কাস যাকে শুধুমাত্র সুস্বাদু বলে থাকতেন তাহলে ঠিক ছিল। কিন্তু তিনি দাবি করলেন এই চা ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, ব্রণ এবং ফ্লু থেকে রক্ষা করে সকলকে। এটি নাকি অ্যান্টি ব্যাকটেরিয়াল একটি চা। কিন্তু এই দাবিগুলির কোনটিও এখনও প্রমাণ হয়নি। এটি শুধুমাত্র সেলিব্রিটি পুষ্টিবিদদের নিয়ে একটি বিজ্ঞাপন মাত্র।’

(আরও পড়ুন: স্বামীকে ডিভোর্স দিয়ে উদ্দাম নাচ পাকিস্তানি মহিলার, পার্টিও দিলেন বন্ধুদের! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেন)

বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নয়নতারা তাঁর Instagram থেকে এই পোস্ট মুছে ফেলেন। কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজাররা সেলিব্রিটিদের স্বাস্থ্য সংক্রান্ত এমন ভুয়ো পোস্ট দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করছেন। এর আগেও সামান্তা রুখ প্রভু শ্বাসযন্ত্রের ভাইরাল সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য হাইড্রোজেন পারক্সাইড নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যেটি নিয়েও তৈরি হয়েছিল বিভ্রান্ত।