বৈরুত ও তেহরানে ইসরায়েলি হামলায় জাতিসংঘের উদ্বেগ

বৈরুত এবং তেহরানে ইসরায়েলি হামলাকে এই অঞ্চলে সংঘাতের বিপজ্জনক বৃদ্ধি হিসাবে নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় জরুরি বৈঠকে বসবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ কবর জানিয়েছে।

মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, এসব হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তিনি আরও বলেন, মহাসচিব বিশ্বাস করেন, দক্ষিণ বৈরুত এবং তেহরানে যে হামলাগুলো হয়েছে তা গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ব্যাহত করবে।

ইরানের রাজধানীতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হয়েছে। এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যা করা হয়েছে।

এই দুই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যের সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং নতুন করে আর কোনও উত্তেজনা এড়ানোর আহ্বান জানাচ্ছি।