Mamata Banerjee on GST: ‘জীবন বিমা, স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নিন, নাহলে…’ বড় হুঁশিয়ারি মমতার

জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন বাংলার মুখ্য়মন্ত্রী। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নিলে তিনি রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের দাবি ভারত সরকারের কাছে যে জীবন বিমা ও চিকিৎসা সংক্রান্ত বিমা থেকে জিএসটি তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত।

মমতা লিখেছেন, জিএসটি বিষয়টি খারাপ কারণ এটা মানুষের যে প্রাথমিক গুরুত্বপূর্ণ প্রয়োজন তার জায়গায় খারাপ প্রভাব ফেলে। যদি সাধারণ মানুষের বিরোধী জিএসটি সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামব। লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে জীবন বিমার প্রিমিয়াম থেকে জিএসটি বাদ দেওয়ার দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন সেটাই নয়। খোদ কেন্দ্রের মন্ত্রীও ।

তবে তৃণমূলের পক্ষ থেকে এর আগেও জিএসটির বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন। তবে ফের এনিয়ে সরব হলেন খোদ তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে যে জিএসটি ধার্য করা হয়, সেটা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি। সেই আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী। আপাতত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়।

কেন তিনি সেই আর্জি জানিয়েছেন, সেটাও নির্মলাকে লেখা চিঠিতে ব্যাখ্যা করেছেন গডকড়ি। তিনি বলেছেন, ‘জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি চাপানোর অর্থ হল যে জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপানো হচ্ছে।’ সেইসঙ্গে তিনি জানান যে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে যে ১৮ শতাংশ জিএসটি চাপানো হচ্ছে, তা ওই ক্ষেত্রের ব্যবসার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

তবে এবার মমতার দাবি মেনে কিংবা কেন্দ্রীয় মন্ত্রীর অনুরোধকে মান্যতা দিয়ে জীবন বিমা ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি সরকার তুলে দেয় কি না এটাই এখন দেখার। এর জেরে সুবিধা হতে পারে বিপুল সংখ্যক সাধারণ মানুষের।