One of the best captains alongside Dhoni Ravi Shastri on Rohit Sharma get to know

পাল্লেকেলে: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জিতেছেন কিছুদিন আগে অধিনায়ক হিসেবে। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ফাইনালেও তাঁর অধিনায়কত্বে ভারত ফাইনালে পৌঁছেছিল। কিন্তু রানার্স আপ হয়েই থাকতে হয় ভারতকে। কিন্তু নিজের অধিনায়কত্বে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রোহিত। হিটম্য়ানের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন রবি শাস্ত্রী। এমনকী মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে রোহিতের তুলনা করলেন তিরাশির বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন রোহিত। ধোনিকে টেক্কা দিয়েছেন তিনি। ৬২ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৪৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন রোহিত অধিনায়ক হিসেবে। ধোনি সেখানে ৭২ ম্য়াচের মধ্যে ৪১ ম্য়াচ জিতেছেন অধিনায়ক হিসেবে। ওয়ান ডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের আগেও টানা ১০ ম্য়াচ জিতেছিল ভারত রোহিতের নেতৃত্বে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামীকাল ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে রোহিত শর্মা ফের জাতীয় দলের জার্সিতে নামবেন। তার আগের দিন রবি শাস্ত্রী প্রশংসায় ভরালেন হিটম্য়ানকে। শাস্ত্রী বলছেন, ”ট্যাকটিকালি বলতে গেলে রোহিত শর্মা কিন্তু দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় দলটাকে। আমার মনে মহেন্দ্র সিংহ ধোনির মতই দেশের অন্য়তম সেরা অধিনায়ক হবে রোহিত।”

ধোনি ও রোহিতের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলেন, ”আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কে সেরা, তাহলে আমি অবশ্যই বলব সাদা বলের ফর্ম্যাটে দুজনই সমান দক্ষ। সবাই জানে ধোনি কী করেছে। রোহিতও পিছিয়ে নেই ও সেও টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্তভাবে অধিনায়কত্ব করেছে। ট্রফিও জিতেছে।” তিনি আরও বলেন, ”হিটম্য়ান বিশ্বের যে কোনও পিচে ছক্কা হাঁকাতে ওস্তাদ। ও একজন ভয়ঙ্কর ব্যাটার। পেসার হোক বা স্পিনার। সবার বিরুদ্ধেই আক্রমণাত্মক ব্য়াটিং করতে ওস্তাদ রোহিত।”

হিটম্য়ানকে সাদা বলের ফর্ম্য়াটে অন্যতম সেরা ব্যাটারও বলেছেন শাস্ত্রী। তিনি বলেন, ”সাদা বলের ফর্ম্যাটে রোহিত একজন কিংবদন্তি ব্যাটার। ও সেরার সেরা ব্যাটার। যে কোন সাদা বলের ফর্ম্যাটের একাদশে রোহিত অটোমেটিক চয়েস। সরাসরি দলে ঢুকে পড়বে ও।”

রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন। শুধুমাত্র ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটেই খেলবেন তিনি। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই টুর্নামেন্টের আগে রোহিত ও বিরাটের সামনে ম্য়াচ প্র্যাক্টিসের জন্য আসন্ন শ্রীলঙ্কা সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। 

আরও দেখুন