একদফা দাবি আদায়ে ‘জাতীয় সংগ্রাম পরিষদ’ গঠনের ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছেন। রবিবার (৪ আগস্ট) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এটি বাস্তবায়ন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এবং দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে ‘জাতীয় সংগ্রাম পরিষদ’ গঠন করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তার ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন।

<iframe width=”1157″ height=”651″ src=”https://www.youtube.com/embed/CKyhN89cRWA” title=”সরকার পতনের ১ দফার ঘোষণা দিয়ে যা বললেন নাহিদ ইসলাম” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>

নাহিদ তার পোস্টে লেখেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে।

পাশাপাশি আগামীকাল সব জেলা, উপজেলা, পাড়ায়, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচির ডাক দেন তিনি। পাশাপাশি সব হত্যার বিচার  এবং সব রাজবন্দিকে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন।

সব ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে নাহিদ লেখেন, আগামীকালের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্ব হল খুলে প্রবেশ করবে। সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে।

অসহযোগ আন্দোলনের সময় যারা অফিসে বা কাজে যাবেন তাদের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা– জানতে নাহিদের যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে আরেক সমন্বয় আব্দুল্লাহ সালেহীন অয়ন এই প্রশ্নের জবাবে বলেন, সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে। তারা আমাদের ডাকে এতদিন সাড়া দিয়েছে, এবারও দেবে।