Paris Olympics 2024 Novak Djokovic vs Carlos Alcaraz tennis gold medal match when and where to watch live in India

প্যারিস: টেনিসের জগতে সর্বকালের অন্যতম সেরা তারকা তিনি। সাফল্যের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। তবে প্রথমবার অলিম্পিক্সে পুরুষ সিঙ্গলসের ফাইনালে খেলতে নামছেন সার্বিয়ার মহাতারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)! শুনতে আশ্চর্যজনক লাগলেও, এটাই সত্যি।

রবিবার প্যারিস অলিম্পিক্সে সোনা আর জকোভিচের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এমন একজন, যাঁকে বিশ্ব টেনিসের নতুন নায়ক বলা হচ্ছে। স্পেনের কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। যিনি এই মুহূর্তে সবচেয়ে প্রতিশ্রুতিমান তরুণ। ৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ইতিমধ্যেই।

ফাইনালের আগে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন জকোভিচ। সেমিফাইনালে ইতালির লোরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ফাইনালে উঠে জোকার জানিয়েছেন, ফাইনালে তাঁর কিছুই হারানোর নেই। বলেছেন, ‘আলকারাজ় একটাও সেট না খুইয়ে অলিম্পিক্স ফাইনালে উঠেছে। আমিও সেভাবেই উঠেছি। তবে ও যেভাবে খেলছে, তাতে রবিবার ফাইনালে ফেভারিট হিসাবেই নামবে।’

যদিও টেনিস বিশ্বে অনেকে যাঁকে রোবট বলেন, চূড়ান্ত পেশাদার সেই জকোভিচ অলিম্পিক্স ফাইনালে যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। সেমিফাইনালের পর তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, প্যারিস থেকে রুপো জিতে ফিরলে তিনি কি খুশি হবেন? জকোভিচের স্বতঃস্ফূর্ত জবাব ছিল, ‘পরের প্রশ্ন করুন।’

রবিবার রোলঁ গ্যারোজ়ে ৩৭ বছরের জোকারের সামনে স্পেনের তরুণ আলাকারজ়। যিনি রাফায়েল নাদালকে নিজের আদর্শ মনে করে উঠে এসেছেন। চলতি অলিম্পিক্সে যিনি রাফার সঙ্গে পুরুষ ডাবলসেও খেলেছেন। এবারের অলিম্পিক্সে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালকে স্ট্রেট সেটে হারিয়েছেন জকোভিচ। এর আগে চারবার অলিম্পিক্সে নেমেও ব্রোঞ্জ পদকের বেশি এগোতে পারেননি জোকার। এর আগে অলিম্পিক্সে পুরষদের সিঙ্গলসে তিনটি সেমিফাইনালে তিনি হারেন নাদাল, অ্যান্ডি মারে ও আলেকজান্ডার জেরেভের কাছে।

জোকারের বয়স এখন ৩৭ বছর। ১৯৮৮ সালে অলিম্পিক্সে টেনিস ফেরার পর থেকে সবচেয়ে বেশি বয়সে পুরুষ সিঙ্গলসের ফাইনালে খেলার নজির গড়তে চলেছেন তিনি। জকোভিচ ভালই জানেন যে, এবারের অলিম্পিক্সেই হয়তো তাঁর অধরা সোনা জেতার শেষ সুযোগ। কারণ, ২০২৮ সালে পরের অলিম্পিক্স পর্যন্ত তাঁর খেলা চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব। কারণ, তখন জোকারের বয়স হবে ৪১।

গত মাসে উইম্বলডন ফাইনালে ২১ বছর বয়সী আলকারাজ় জকোভিচকে হারিয়েই চ্যাম্পিয়ন হন। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ৬ বার। তিনটি করে ম্যাচ জিতেছেন দুজনই। রবিবার কী হবে?

কোন ইভেন্ট

প্যারিস অলিম্পিক্সের পুরুষ টেনিসের সিঙ্গলস ফাইনাল

কাদের ম্যাচ

যুযুধান জকোভিচ ও আলকারাজ়

কবে ম্যাচ

রবিবার, ৪ অগাস্ট ভারতীয় সময় দুপুর ৩.৩০-এ

কোথায় খেলা

ফিলিপ শাতিয়ে কোর্ট, রোলঁ গ্যারোজ়

কোথায় দেখবেন

টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে সরাসরি সম্প্রচার

অনলাইন স্ট্রিমিং

মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে সরাসরি স্ট্রিমিং

আরও পড়ুন: চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, বহুদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগে ভাসলেন শামি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন