CPIM Leader Died: প্রয়াত বীরভূমের সিপিএম নেতা ব্রজ মুখোপাধ্য়ায়, বক্রেশ্বর আন্দোলনে ছিল বড় ভূমিকা

প্রয়াত সিপিএম নেতা ব্রজ মুখোপাধ্য়ায়। বীরভূমের প্রবীন সিপিএম নেতা শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বীরভূমে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাম আমলে একাধিক দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিউড়ির বিধায়ক ছিলেন। একটা সময় বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির আন্দোলনে তিনি সরাসরি যুক্ত ছিলেন।

আসলে রক্ত দিয়ে বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্র তৈরি বাম আমলে কার্যত একটা অন্যরকম মিশন ছিল। আর সেই তাপবিদ্যুৎকেন্দ্র তৈরিতে অন্যতম বিরাট ভূমিকা নিয়েছিলেন ব্রজ মুখোপাধ্য়ায়। তৃণমূল জমানাতেও তাঁকে বিরোধী রাজনীতির লোকজনও বেশ শ্রদ্ধার চোখেই দেখতেন। 

 ১৯৭৮ সাল থেকে টানা ২০ বছর তিনি ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘদিন ধরে তিনি সিউড়ির বিধায়ক ছিলেন। তবে ২০০৯ সালে অভিনেত্রী শতাব্দী রায়ের কাছে পরাজিত হন ব্রজ মুখোপাধ্যায়। কার্যত ঘাসফুলের সুনামিতে ছিটতে যান তিনি। সেই সঙ্গেই বীরভূমে বাম রাজনীতি সেবার বিরাট ধাক্কা খায়। ধীরে ধীরে ভোটের রাজনীতি থেকে সরে আসেন তিনি। তবে দলের সঙ্গে যোগাযোগ ছিল নিবিড়। জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থী মতাদর্শকে মেনে চলার চেষ্টা করেছেন। সেই প্রবীন বাম নেতার জীবনাবসান হল এবার।

তিনি ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলার প্রথম সম্পাদক। প্রথম জীবনে শিক্ষকতা করতেন। পরবর্তীতে তিনি দলের সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করতেন। দীর্ঘদিন খাদি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি। বীরভূমের একাধিক কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন তিনি।