কোটা আন্দোলন এরশাদ পতনের আন্দোলনের চেয়েও বড় বিষয়: ওয়েবিনারে বক্তারা

চলমান কোটা সংস্কার আন্দোলন ১৯৯০ এর এরশাদ পতন আন্দোলনের থেকেও বড় বিষয় এবং বর্তমান সংকটের রাজনৈতিক সমাধান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যুব সম্প্রদায়ের যে অনুভূতিকে সম্মান জানানো দরকার। 

শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে ভার্চুয়াল প্লাটফর্মে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘কারনেজ ইন বাংলাদেশ: হোয়াট হ্যাপেন্ড? হোয়াটস নেক্সট?’ এক ওয়েবিনারে বক্তারা একথা বলেন। 

আলোচনায় অংশ নিয়ে ইলিনয় স্টেট ইউনির্ভাসিটির প্রফেসর আলী রীয়াজ বলেন, বর্তমান আন্দোলন ১৯৯০ এর গণঅভ্যত্থানের থেকেও বড়। এর কারণ হচ্ছে ওই আন্দোলন হয়েছিল সামরিক শাসকের বিরুদ্ধে। কিন্তু বর্তমান আন্দোলন হচ্ছে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে।

আন্দোলনরত যুব সম্প্রদায় হঠাৎ করে আবির্ভূত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাদের চারপাশেই ছিল। কিন্তু তাদের আমরা কেউ খেয়াল করিনি। তারা অর্থনৈতিক ভবিষ্যৎ খোঁজার এবং রাজনৈতিক অধিকার পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাদের জঙ্গি বা অন্যভাবে চিহ্নিত করা হয়েছে।’

তার মতে, ‘এ ধরনের আন্দোলন আগে হয়নি এবং এটি এখন আর কোটা আন্দোলন নেই। এটি এখন সামগ্রিক রাজনৈতিক সংস্কারের আন্দোলনে রূপান্তরিত হয়েছে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘‘বর্তমান যুব সম্প্রদায় রাগান্বিত। কারণ তারা অর্থনৈতিক ভবিষ্যতের বিষয়ে সন্দিহান এবং তারা রাজনৈতিক পরিমণ্ডলে কিছু বলতে পারছে না। এ কারণে তারা যখন প্রকাশ্যে কথা বলা শুরু করলো, তাদের ‘সন্ত্রাসী’, ‘তারা এদেশের লোক না’ বা অন্যভাবে চিহ্নিত করা হলো। তারা যখন কথা বলতে শুরু করলো, তাদের ওপর গুলি চালানো হলো, মাস্তান দিয়ে হামলা করা হলো।’’

তিনি বলেন, ‘রেড জুলাই এর পরে বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না। এবারের আন্দোলন ভিন্ন। কারণ এখন শুধু যুব সম্প্রদায় ভয়শূন্য নয়, তাদের সঙ্গে তারা অন্য মানুষকেও ভয়শূন্য করাতে পেরেছে।’

‘যুব সম্প্রদায়ের এই অনুভূতিকে সম্মান জানানো দরকার। কারণ এখন দাদা-নাতিরাও একসঙ্গে আন্দোলনে জড়ো হচ্ছে’, যোগ করেন তিনি। 

আলোচনায় অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ফাহমিদা খাতুন বলেন, ‘গোটা আন্দোলনকে একটি বড় ক্যানভাসে দেখা দরকার। এখানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উপাদান রয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা উচ্চ প্রবৃদ্ধি ও বড় অবকাঠামো দেখছি। কিন্তু দেশীয় সম্পদ হাতে গোনা কিছু লোকের হাতে কুক্ষিগত রয়েছে। এরফলে বৃহৎ জনগোষ্ঠী বঞ্চিত হয়েছে।’