North Bengal University: অনুমোদন ছাড়াই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, রিপোর্ট চাইল হাইকোর্ট

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এই বিশ্ববিদ্যালয়ের যে আইন বিভাগ রয়েছে সেটি ২০১১ সাল থেকে অর্থাৎ প্রায় ১৪ বছর ধরে অনুমোদহীন রয়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে আইনি পাশ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে যারা আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছেন তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটি মামলা হয়েছে। সেই সংক্রান্ত মামলায় আদালত বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকার মৃত্যুতে ১৩ দিন পর গ্রেফতার অভিযুক্ত অধ্যাপক

আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ২২ টি বিশ্ববিদ্যালয় এবং ৫৪টি কলেজ থেকে আইন পড়ার বা এলএলবি করার সুযোগ রয়েছে। প্রতিবছর এই সমস্ত প্রতিষ্ঠানগুলি থেকে ১২০ জন করে উত্তীর্ণ হন। এই ৭৬টি প্রতিষ্ঠান থেকে সেই হিসেবে প্রতিবছর প্রায় ৯০০০-এর কাছাকাছি পড়ুয়া এলএলবি পাশ করেন। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদনহীন সেই দাবি করেছিল বিহার বার কাউন্সিল।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০২৩ সালে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা অভিষেক দত্ত উত্তীর্ণ হয়েছিলেন। এরপর আইনজীবী হিসেবে তিনি বিহার বার কাউন্সিলে আবেদন করার পরেই ঘটে বিপত্তি। বিহার বার কাউন্সিলের তরফে অভিষেককে জানিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২০১১ সাল থেকে অনুমোদনহীন। ফলে তাঁর আবেদন গ্রাহ্য নয়। পরে এনিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন অভিষেক। তার ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে গোটা দেশে কোথায় কত অনুমোদনহীন আইনি কলেজ চলছে তিন সপ্তাহের মধ্যে তার তথ্য জমা দিতে বলেছেন। তবে প্রশ্ন উঠছে, এত বছর ধরে রাজ্যের একটি নামকরা বিশ্ববিদ্যালয় কীভাবে অনুমোদন ছাড়াই আইন বিভাগ চালানো হচ্ছে? বিষয়টি সামনে আসতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ুয়ারা।