Manu Bhaker after Paris Olympics 2024 heroics poised to return to India know place date and time

প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন মনু ভাকের (Manu Bhaker)। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে একাধিক পদক জিতেছেন তিনি। এবার তাঁর ঘরের ফেরার পেলা।

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড টিম – দুই বিভাগেই ব্রোঞ্জ জিতে এমনিতেই মাইলফলক তৈরি করেছেন মনু ভাকের। স্বাধীন ভারতে আর কোনও অলিম্পিয়ান এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেননি। অলিম্পিক্সে একাধিক পদক জয়ের কৃতিত্বও রয়েছে পিভি সিন্ধুদের মতো গুটিকয়েক তারকার দখলে। সেই তালিকায় নাম লেখানো হয়ে গিয়েছে মনুর। তিনি অল্পের জন্য ইতিহাস গড়তে ব্য়র্থ হয়েছেন। ২৫ মিটার পিস্তলের ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এক সময় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শেষমেশ অল্পের জন্য পদকের হ্যাটট্রিক মিস হয় তাঁর। চতুর্থ স্থানের গ্লানির ভাগীদার হন ভারতীয় তরুণী। 

 


তবে ইতিমধ্যেই তাঁর কীর্তিতে গোটা দেশ উচ্ছ্বসিত। প্যারিসে দেশের মুখ উজ্জ্বল করার পর বুধবারই, ৭ অগাস্ট দেশে ফিরছেন ভারতের তারকা অলিম্পিয়ান। নয়া দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সকালই নেমে পড়বেন মনু। সব ঠিকঠাক থাকলে তাঁর সকাল আটটায় দেশে অবতরণ করার নিশ্চিত। টার্মিনাল ৩-র ভিআইপি গেট দিয়ে বের হবেন মনু।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পদক সুনিশ্চিত করার থেকে মাত্র একধাপ দূরে, সেমিফাইনালে পৌঁছলেন বিনেশ 

আরও দেখুন