মন্দিরে হামলার আশঙ্কা থাকলে জানাবেন, আমি প্রতিহত করবো: বিএনপি নেতা ইয়াছিন

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, ‘আমি এই শহরের সন্তান। এই শহরের সব কিছুর মালিক যেহেতু জনগণ আমিও তারই অংশ। কাজেই কোনও মন্দিরে হামলা করে লুটপাট করা মানে আমার সম্পদ লুট করা। এটা হতে দেওয়া হবে না। কুমিল্লায় কোনও মন্দিরে হামলার আশঙ্কা থাকলে জানাবেন, আমি রক্ষা করতে আসবো।’

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে কুমিল্লার শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী।

তিনি বলেন, ‘হাজারখানের ছাত্রজনতার তাজা রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। সবার আগে স্মরণ করছি সেই ছাত্রজনতাকে। স্মরণ করছি কয়েক হাজার মানুষকে যারা হাসপাতালে কাতরাচ্ছে। শুনেছি কিছু জায়গায় মন্দির ও হিন্দু ভাইদের বাড়িতে হামলা হয়েছে। এই হামলা কে করেছে, তা আপনারা জানেন। যারা এক যুগের বেশি সময় ধরে এদেশকে চুষে খেয়েছে এগুলো তাদের কাজ। আমরা স্পষ্ট করে বলতে চাই, কুমিল্লার বিএনপিসহ সবাই হিন্দু ভাইদের সঙ্গে আছে। হামলাকারীদের সুযোগ দেওয়া হবে না। হামলার আশঙ্কা টের পেলে আমাকে ফোন করবেন। সশরীরে এসে প্রতিহত করবো। আপনাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’

মন্দির কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী বলেন, ‘এখনও কুমিল্লার কোথাও হামলার খবর পাইনি। আমরা জানি কুমিল্লায় সম্প্রতির বন্ধন যুগ যুগ ধরে। আমরা বিশ্বাস করি, কুমিল্লার শান্তি প্রিয় জনতা আমাদের সঙ্গে থাকবে। তাহলে কোনও অপশক্তি আমাদের হামলা করতে পারবে না।’

মন্দির পরিদর্শনের পর ভাঙচুর হওয়া স্থানীয় দৈনিক পত্রিকা কুমিল্লার কাগজ ও কুমিল্লা ক্লাব পরিদর্শন করেন আমিনুর রশীদ ইয়াছিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।