নেতাকর্মীদের সতর্ক করলো কুমিল্লার বিএনপি

হামলা ও সহিংসতার বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। এক যৌথ বিবৃতিতে নেতাকর্মীদের সর্তক করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিবৃতি প্রদানের পর বার্তা প্রেরণকারী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান দোলন বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা দ. জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন ও মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এক যৌথ বিবৃতিতে বলেন, গত ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করে। এতে সারা দেশের ছাত্রজনতার অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়। এই অর্জনে অনেক মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশার মানুষ রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ছাত্রদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেও স্বৈরাচারের পেতাত্মারা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে এবং করার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদের ক্ষতি করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রজনতার এই ঐতিহাসিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের সম্পদ লুট ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শন করছে। এসব অপকর্মে কোনও নেতাকর্মীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় পাড়া-মহল্লায় ছাত্র সমন্বয়ক ও প্রতিনিধিদের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানান।