Womens T20 World Cup may be removed from Bangladesh after Sheikh Hasina left country and chaos spread ICC statement

কলকাতা: ফের এক বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ভারত (India)? 

২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ভারতের মাটিতে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপও হবে ভারতে। তবে মাস দুয়েকের মধ্যে আরও একটি বিশ্বকাপ দেখা যেতে পারে ভারতের মাটিতে। মহিলাদের টি-২০ বিশ্বকাপ। 

আগামী অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Womens T20 World Cup) আয়োজিত হওয়ার কথা বাংলাদেশে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা, দেশত্যাগ ও বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির পর কি সব দল সেখানে খেলতে যেতে রাজি হবে? বাংলাদেশ কি টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই মুহূর্তে তৈরি? যেখানে বাংলাদেশের ক্রিকেটারেরাই নিজেদের দেশে প্র্যাক্টিস করতে পারছেন না, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে গিয়েছে প্রশ্ন, সেই দেশ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট করার জন্য কতটা নিরাপদ?

বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই জোরালভাবে উঠে পড়েছে সেই প্রশ্ন। এ নিয়ে কী ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি? টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে কি? 

এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হয়েছিল আইসিসি-র সঙ্গে। আইসিসি-র অন্যতম মুখপাত্র সি রাজশেখর রাও বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আইসিসি। গোটা ঘটনা ও পরিস্থিতি খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থা ও আইসিসি-র নিজস্ব নিরাপত্তা সংক্রান্ত পরামর্শদাতারা সব দিক বিবেচনা করে দেখছেন। আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিরাপত্তা। সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ৩ থেকে ২০ অক্টোবর। শোনা গেল, হাতে মাত্র ২ মাস সময় থাকায় ঝুঁকি নিতে চাইছে না আইসিসি। বাংলাদেশ থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ হয়তো এখনই করা হচ্ছে না। তবে ভেবে রাখা হচ্ছে বিকল্প ভেন্যুর কথা। যাতে টুর্নামেন্ট সরাতে হলেও অথৈ জলে না পড়তে হয় আইসিসিকে।

বাংলাদেশ থেকে সরলে কোথায় হতে পারে মহিলাদের টি-২০ বিশ্বকাপ? আইসিসি সূত্রে খবর, তিনটি বিকল্প ভেন্যু ভেবে রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতও। সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি ও শ্রীলঙ্কাও রয়েছে তালিকায়। আইসিসি-র এক কর্তা জানালেন, মহিলাদের টি-২০ বিশ্বকাপ একান্তই সরাতে হলে তা এমন ভেন্যুতে করা হবে যাতে টাইম জোন মিলে যায়। সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিকল্প ভারত। একান্তই ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি না হলে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহি হতে পারে বিকল্প ভেন্যু। এ-ও জানা গেল যে, এমন ভাবে টুর্নামেন্ট করা হবে যাতে একই শহরে বা কাছাকাছি ২টি শহরে দু-তিনটি মাঠে সব ম্যাচ করা যায়।

তবে আইসিসি এ-ও জানিয়েছে যে, পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহে কেমন দাঁড়ায়, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মতামত নেওয়া হবে অংশগ্রহণকারী সব দেশেরও।

কে বলতে পারে, অক্টোবরে দেশের মাটিতেই টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু হল না হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের?

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচ শেষে স্বপ্নভঙ্গ, জার্মানির বিরুদ্ধে ২-৩ গোলে পরাজিত ভারতীয় হকি দল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন