Paris Olympics 2024 Schedule Vinesh Phogat Mirabai Chanu Avinash Sable Indian athletes complete schedule

প্যারিস: অলিম্পিক্সে বুধবার ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিন আসতে পারে একাধিক পদক। মহিলাদের কুস্তিতে বিনেশ ফোগতের (Vinesh Phogat) পদক জয় নিশ্চিত হয়ে গিয়েছে মঙ্গলবারই। বুধবার তাঁর ফাইনাল। বিনেশ শেষ পর্যন্ত সোনার পদক গলায় ঝুলিয়ে প্যারিস থেকে ফেরেন কি না, দেখার অপেক্ষায় গোটা দেশ। 

একইদিনে টেবিল টেনিসে মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে পরীক্ষা মণিকা বাত্রা, শ্রীজা আকুলা ও অর্চনা কমথের। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ় ফাইনালে নামছেন ভারতের অবিনাশ সাবলে। ভারতের কোন অ্যাথলিটদের ম্যাচ কখন, রইল বিস্তারিত।

অ্যাথলেটিক্স

ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে ফাইনাল – প্রিয়ঙ্কা গোস্বামী ও সূরয পানওয়ার – সকাল ১১টা

গল্ফ

মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের স্ট্রোক প্লে-র রাউন্ড ১ – অদিতি অশোক ও দীক্ষা ডগর – বেলা ১২.৩০

টেবিল টেনিস

মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল – মণিকা বাত্রা, শ্রীজা আকুলা ও অর্চনা কমথ, দুপুর ১.৩০

অ্যাথলেটিক্স

পুরুষদের হাইজাম্পের যোগ্যতা অর্জনকারী পর্ব – সর্বেশ অনিল কুশারে – দুপুর ১.৩৫

অ্যাথলেটিক্স

মহিলাদের ১০০ মিটার হার্ডলসের প্রথম রাউন্ড – জ্যোতি ইয়ারাজি – দুপুর ১.৪৫

অ্যাথলেটিক্স

মহিলাদের জ্যাভলিন থ্রো-র যোগ্যতা অর্জনকারী পর্ব গ্রুপ ওয়ান – অণু রানু – দুপুর ১.৫৫

কুস্তি

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিন – অন্তিম পাংহাল – দুপুর ৩টে

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (যদি যোগ্যতা অর্জন করেন) – অন্তিম পাংহাল – বিকেল ৪.২০

মহিলাদের ফ্রি স্টাইল ৫৩ কেজি বিভাগের সেমিফাইনাল (যদি যোগ্যতা অর্জন করেন) – অন্তিম পাংহাল – রাত ১০.২৫

অ্যাথলেটিক্স

পুরুষদের ট্রিপল জাম্প যোগ্যতা অর্জনকারী পর্ব – আবদুল্লা আবুবাকার ও প্রবীণ চিত্রাভেল – রাত ১০.৪৫

ভারোত্তোলন

মহিলাদের ৪৯ কেজি বিভাগ – সাইখম মীরাবাঈ চানু – রাত ১১.০০

কুস্তি

মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনাল – বিনেশ ফোগত বনাম সারা অ্যান হিলড্রেব্রানট – রাত ১২.৩০

অ্যাথলেটিক্স

পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ় ফাইনাল – অবিনাশ সাবলে – রাত ১.১৩

 

আরও পড়ুন: ভারতের মাটিতে ফের এক বিশ্বকাপ? বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসাবে কী ভাবনা আইসিসি-র?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন